পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া (Bankura) সদর থানার কেশিয়াকোল গ্রামে নিখোঁজ যুবকের মুণ্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে একটি ঝোপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। বাঁকুড়া সদর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, অষ্টমীর দিন থেকে নিখোঁজ ছিলেন সুজন রুইদাস নামে ওই যুবক। বাঁকুড়া সদর থানায় নিখোঁজের অভিযোগও জানায় পরিবার। মৃতের পরিবার খুনের অভিযোগ করেছে।
ঠিক কী হয়েছে?
শুক্রবার সকালে এলাকায় পচা গন্ধ পেয়ে টের পাওয়া যায়। এরপর স্থানীয়রা দেখেন ঝোপের মাঝে পড়ে রয়েছে পচাগলা দেহ। আর মুণ্ডটি পড়ে রয়েছে দেহ থেকে কয়েক হাত দূরে। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে মৃত যুবকের নাম সঞ্জয় রুইদাস (২৪)। কেশিয়াকোল এলাকাতে বাড়ি। অষ্টমীর দিন থেকেই খোঁজ পাওয়া যায়নি সঞ্জয়ের। এরপর বাঁকুড়া সদর থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছে সঞ্জয়ের পরিবারের তরফে। খুন করা হয়েছে সঞ্জয়কে? না কি খুন? তবে কি কারণে খুন তা জানা যায়নি। মৃতদেহ তুললে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। পুলিশ কুকুর নিয়ে এসে দোষীদের চিহ্নিত না করা পর্যন্ত মৃতদেহ তুলতে দেওয়া হবে না দাবি এলাকার মানুষের।
অন্যদিকে, নিখোঁজ তরুণের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলিতেও। হুগলির চাঁপদানির বাসিন্দা, ২২ বছরের রাজকুমার সাউ দশমীর রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, ওইদিন কয়েকজন বন্ধু তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর থেকে খোঁজ মিলছিল না। গতকাল রাস্তার ধারের একটি জলাশয় থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, ওই যুবককে খুন করা হয়েছে। মৃতের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।