সিলেট: বাইশ গজে আজ ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (Ind vs Pak)। তবে মহিলাদের ক্রিকেটে। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সিলেটে আজ ভারতের সামনে পাকিস্তান। টানা তিন ম্যাচ জিতে নামছে হরমনপ্রীত কৌররা। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে টগবগ করছেন ভারতীয় ক্রিকেটারেরা। অন্যদিকে পাকিস্তান শিবির বেশ চাপে। কারণ, এশিয়া কাপে বৃহস্পতিবার তাইল্যান্ডের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে পাকিস্তান।
কোথায় খেলা?
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাংলাদেশের সিলেটে
কোন চ্যানেলে দেখবেন?
ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
মোবাইলে দেখা যাবে?
ভারত-পাকিস্তান ম্যাচ মোবাইলে ডিজনি হটস্টার অ্যাপে দেখা যাবে
কখন ম্যাচ?
ভারত-পাকিস্তান ম্যাচ শুরু শুক্রবার দুপুর ১টা। টস দুপুর ১২.৩০-এ
ভারতের সম্ভাব্য একাদশ
স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, দয়ালান হেমলতা, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), রেণুকা ঠাকুর, রাধা যাদব ও স্নেহ রানা
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মুনিবা আলি (উইকেটকিপার), সিদ্রা আমিন, বিসমা মারুফ (অধিনায়ক), নিদা দার, আয়েশা নাসিম, আলিয়া রিয়াজ, ওমাইমা সোহেল, কাইনাত ইমতিয়াজ, ডায়ানা বেগ, তিউবা হাসান ও নাশরা সান্ধু
আরও পড়ুন: পয়েন্ট টেবিলে সকলের নীচে থাকতে আসিনি, প্রথম ম্য়াচের আগে হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের