কলকাতা: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে আজ ফের সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু পথেই আটকাল পুলিশ। দলে রয়েছেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি থেকে শুরু করে প্রাক্তন IPS অফিসার, আইনজীবী-সহ ৬ সদস্য। সকালে কলকাতা থেকে রওনা দিয়ে ধামাখালি হয়ে সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়া, নস্করপাড়ায় যাবে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পরিস্থিতি খতিয়ে দেখার পর চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে তারা।


ফের সন্দেশখালির যাওয়ার পথে বাধা: এদিন সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে সন্দেশখালির ৫২ কিলোমিটার আগে ভোজেরহাটে আটকানো হল ৬ সদস্যের প্রতিনিধিদলকে। সেখানেই রাস্তার ধারে ধর্নায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বেআইনিভাবে আটকানো হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা। পুলিশি বাধায় বাসন্তী হাইওয়েতে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। আপাতত ছোট গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে। এদিন কলকাতা থেকে যাত্রা শুরুর আগেই মধ্য কলকাতার হোটেলে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের এই দলকে নোটিস ধরান AC সেন্ট্রাল ও নিউ মার্কেট থানার OC। এরপর ভোজেরহাটে গিয়ে ফের বাধার মুখে পড়তে হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। ধামাখালি হয়ে সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়া, নস্করপাড়ায় যাবে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পরিস্থিতি খতিয়ে দেখার পর চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে তারা।


গ্রেফতার আরও এক বিরোধী নেত্রী: এদিকে বাম-বিজেপির পর এবার সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হলেন ISF নেত্রী। ধৃতের নাম আয়েশা বিবি। আজ সকালে তাঁকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে মিনাখাঁর বাসিন্দা এবং ISF-এর মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্য আয়েশা বিবির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও ব্লক সভাপতি শিবু হাজরাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ৫২ দিন ধরে অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর, নাকা তল্লাশির নির্দেশ কমিশনের