ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের শহরে ভুয়ো কল সেন্টারের (Fake Call Center) হদিশ মিলল। ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে রিজেন্ট পার্ক থানা (Regent Park Police Station) এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ।


শহরে ভুয়ো কল সেন্টারের হদিশ


রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার করা হল ১২ জনকে। অভিযোগ, একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল অভিযুক্তরা। অভিযোগ, মূলত মার্কিন নাগরিকদের প্রতারণা করাই ছিল এই চক্রের কাজ।


ঘটনায় মূল অভিযুক্ত বিজয় সাউ সহ ১২ জনকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানা। পুলিশ সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে ১২টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ফ্ল্যাটটি। কীভাবে প্রতারণা করা হত, কত টাকার প্রতারণা করা হয়েছে, তদন্তে নেমে এ সবই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 


খবর মিলেছিল যে রিজেন্ট পার্ক এলাকায় বহুদিন ধরেই একটি কল সেন্টার চালানো হচ্ছে। মূলত আমেরিকার নাগরিকদের কোটি কোটি টাকার প্রতারণা করা হত বলে অভিযোগ। এরপর গতকাল কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার আধিকারিকেরা সেখানে তল্লাশি চালায়। সেখান থেকে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। রয়েছে মূল অভিযুক্তও। এছাড়া ৮ থেকে ১০টা হার্ডডিস্ক, বেশ কিছু ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এদের সঙ্গে আর কেউ এই কাজে যুক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন: Agnipath Scheme Protest: 'অগ্নিপথ' বিতর্কের আঁচ রাজ্যেও, ঠাকুরনগর স্টেশন অবরোধ চাকরিপ্রার্থীদের


ভুয়ো কল সেন্টার


এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা থেকে। মোবাইল টাওয়ার (mobile tower) বসানোর নামে উত্তর ভারতের (North India) কয়েকজন বাসিন্দাকে প্রতারণার অভিযোগ ওঠে। শেক্সপিয়ার সরণি (Shakespeare Sarani) থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় কলকাতা গোয়েন্দা পুলিশ (Kolkata Police)। সেখান থেকেই ৯ জনকে গ্রেফতার (arrest) করে পুলিশ।