আবির দত্ত, কলকাতা: রাতের শহরে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল অন্য এক গাড়ির আরোহীর (Kolkata Road Accident)। পুলিশ সূত্রে খবর, প্রচণ্ড গতিতে এসে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে ধাক্কা মারে একটি মার্সিডিজ। দাঁড়িয়ে থাকা গাড়ির এক মহিলার আরোহীর মৃত্যু হয়। ঘাতক গাড়ির চালক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রাতের কলকাতা শহরে ফের পথ দুর্ঘটনা
গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। ফের রাতের শহরে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল (Kolkata News)। অভিযোগ, সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মার্সিডিজের। গাড়ির আরোহী এক মহিলার মৃত্যু। মার্সিডিজের চালক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে বুধবার রাত ১টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, বিমানবন্দর থেকে গড়িয়া যাওয়ার পথে একটি গাড়ি বেলেঘাটা হাউজিংয়ের কাছে ই এম বাইপাসে সিগনালে দাঁড়ায়। অভিযোগ, সেই সময় প্রচণ্ড গতিতে আসা একটি মার্সিডিজ দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ৩ জন ছিলেন। গাড়ির আরোহী, ৪৯ বছরের মিনু ঢনঢনিয়ার মৃত্যু হয়।
আরও পড়ুন: SSKM Hospital: পায়ের হাড় বসল শিশুর মাড়িতে! ৯ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে সফল এসএসকেএম-এর চিকিৎসকরা
ঘাতক গাড়ির চালক, ব্যবসায়ী রাহুল কেডিয়াকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন রাহুল কেডিয়া নামে এক ব্যবসায়ী। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতি ছিল মার্সিডিজের। প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারার কারণে দুটি গাড়িই তুবড়ে যায়।
বেপরোয়া মার্সিডিজের ধাক্কায় মৃত্যু মহিলার
পুলিশ সূত্রে খবর, ধৃত রাহুল কেডিয়ার বিরুদ্ধে দায়ের হয় অনিচ্ছাকৃত খুনের মামলা। তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।