সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : সন্দেশখালি জাল নোট কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। নাগপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত অভিষেক তিওয়ারি। ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে সন্দেশখালিতে। ধৃত অভিষেক তিওয়ারি কলকাতার গলফগ্রিনের বাসিন্দা। দিল্লিতেও বাড়ি রয়েছে ধৃত অভিষেক তিওয়ারির, পুলিশ সূত্রে খবর। গত ১৮ জুলাই সন্দেশখালি থেকে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধার হয়। সেই ঘটনায় প্রথমে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এক মহিলাকে গ্রেফতার করা হয়। সেই মহিলাকে জেরা করে এই অভিষেকের খোঁজ মিলেছে। নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে জাল নোট চক্রের অন্যতম মূল পাণ্ডা অভিষেক তিওয়ারিকে। ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে সন্দেশখালিতে। দ্রুত পেশ করা হবে বসিরহাট মহকুমা আদালতে।
পুলিশ সূত্রে খবর, গোটা জাল নোট চক্রের অন্যতম মূল পাণ্ডা এই অভিষেক। রাজ্য এবং দেশ জুড়ে চলে তার চক্র। এদের কাজ ছিল মূলত জাল নোট দেখিয়ে ব্যবসায়ীদের ভিডিও কল করা। তারপর বলা হত যে, তাদের কাছে প্রচুর টাকা রয়েছে এবং তারা সহজ কিস্তিতে ঋণ দেবে। কম কিস্তিতে ঋণ পাওয়ার প্রলোভনে প্রতারকদের ফাঁদে পা দিতেন ব্যবসায়ীরা। তারপর প্রসেসিং ফি হিসেবে কারও থেকে ২০ লাখ, কারও থেকে ৩০ লাখ হাতিয়ে নিত প্রতারকরা। আসানসোলের এক ব্যবসায়ীর গোপন জবানবন্দি ইতিমধ্যেই নেওয়া হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। তিনি জানিয়েছেন, তাঁর থেকে ২২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল।
এই ঘটনায় এর আগে যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে একজন তিস্তা সেন। এই মহিলাই মূলত ব্যবসায়ীদের ঋণের ফাঁদে ফেলার কাজ করতেন বলে অভিযোগ। আসানসোলের ওই ব্যবসায়ী যে অভিযোগ করেছেন সেখানেও নাম রয়েছে এই মহিলার। পুলিশ সূত্রে খবর, এই তিস্তা সেনকে জেরা করেই হদিশ মেলে অভিষেক তিওয়ারির। পরশু থেকে সন্দেশখালির পুলিশ অভিষেককে খুঁজছিল। অবশেষে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে নাগপুর থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক এর আগে কলকাতায় ভুয়ো বিনিয়োগের নাম করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে। কলকাতা পুলিশ গ্রেফতারও করে তাকে। পরে জামিন পায় অভিষেক। তারপর ফের যুক্ত হয় প্রতারণা চক্রে। আর কে কে এই জাল নোট চক্রের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে। তিস্তা সেনের বিরুদ্ধেও লালবাজার সাইবার ক্রাইমে এর আগে প্রতারণার অভিযোগ ছিল বলে খবর সূত্র মারফত। তিস্তাও গ্রেফতার হয়েছিল। পরে জামিন পায়। পুলিশ সূত্রে খবর জাল নোট চক্রের যে চারজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তাদের সবাইকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।