সন্দীপ সরকার, কলকাতা : বহুদিন ধরেই জাল ওষুধে বাজার ছেয়ে যাওয়ার অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে। এবার খাস কলকাতা থেকে ধরা পড়ল কোটি কোটি টাকার জাল ওষুধ। খাস কলকাতায় জাল ওষুধ তৈরি ও বিক্রির পর্দাফাঁস করল পুলিশ।
উৎসবের মরসুমে কলকাতা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ জাল ওষুধ। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের অভিযানে ধরা পড়ল ৬ কোটি ৬০ লক্ষ টাকার জাল ওষুধ। এই সব ওষুধের ওপর শুধু বিভিন্ন দেশের স্টাম্প লাগানো রয়েছে। জাল ওষুধের একটা অংশের উপর রয়েছে বাংলাদেশে তৈরি বলে স্ট্যাম্পও ! এছাড়াও স্ট্যাম্প দেখে মনে করা হচ্ছে, আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকার জাল ওষুধও রয়েছে এর মধ্যে। যদিও এই সব ওষুধ আমদানির কোনও বৈধ নথি দেখাতে পারেনি সংস্থা। এমএস কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামে ওই সংস্থা এখন নজরে। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে । ধৃত মহিলাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের গুণমান যাচাইয়ে তা পাঠানো হয়েছে কোয়ালিটি কন্ট্রোলে ।
এর আগেও জুন মাসে খাস কলকাতায় জাল ওষুধ তৈরি ও বিক্রির পর্দাফাঁস করে রাজ্য় ড্রাগ কন্ট্রোল বিভাগ। অভিযোগ পেয়ে তদন্ত করে গড়িয়ার বোড়ালের রাস ইন্টারন্য়াশনালের লাইসেন্সও বাতিল করে রাজ্য়ের ড্রাগ কন্ট্রোল বিভাগ। প্রসাধন সামগ্রী এবং স্যানিটাইজার তৈরির লাইসেন্স ছিল সংস্থাটির। আর তার আড়ালেই চালানো হচ্ছিল জাল ওষুধ তৈরির কারবার। একটি সংস্থার নাম ব্য়বহার করে তা বাজারে বিক্রি করা হত বলে অভিযোগ। তদন্তের পর সংস্থার সমস্ত উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তালা বন্ধ করে দেওয়া হয় সংস্থার তিনটি শাখা এবং গুদাম। আবার ঠিক মাস খানেক আগে রাজ্যের এক সরকারি হাসপাতালে রোগীকে মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ দেওয়ার অভিযোগ ওঠে । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই ঘটনার কথা স্বীকারও করে নেন।
গত সেপ্টেম্বরেই বাজারে রমরমিয়ে বিক্রি হওয়া বেশ কিছু ওষুধ গুণমান পরীক্ষায় ডাঁহা ফেল করে। তার মধ্যে ছিল বহুল ব্যবহৃত ওষুধ ‘প্যান ডি’, যথেষ্ট প্রচলিত ক্যালসিয়াম সাপলিমেন্ট ‘শেলক্যাল’প্রভৃতি। এছাড়াও ডায়াবেটিসের ওষুধও ছিল তালিকায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এমন ওষুধও গুণমান পরীক্ষায় পাস করতে পারে না।
আরও পড়ুন : চাকরির যোগ কন্যার, লাভের পর লাভ সিংহর, আপনার ২০২৫ কেমন ? ( সিংহ থেকে বৃশ্চিক )