কলকাতা: 'মণিপুর থেকে নজর ঘোরাতে ছড়ানো হচ্ছে বাংলা নিয়ে ভুয়ো খবর'। মালদা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা সরব হওয়ায় পাল্টা আক্রমণে সায়নী। সরাসরি অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানিকে আক্রমণ তৃণমূল যুব সভানেত্রীর। একদিকে যখন জ্বলছে মণিপুর। ঠিক তখনই বাংলাতেও তার আঁচ এসে পড়েছে। ইতিমধ্যেই রাজ্যে একাধিক শ্লীলতাহানির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। গতকালই সাংবাদিক বৈঠক করে পুরনো প্রসঙ্গে তুলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। 


বিজেপি (BJP) শাসিত মণিপুরে (Manipur) নারী নির্যাতনকে হাতিয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখন পাল্টা, পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে আক্রমণের পথে হাঁটল বিজেপি। NCRB-র তথ্য তুলে ধরে জবাব দিয়েছে তৃণমূল।


জ্বলছে মণিপুর: যার আঁচে উত্তপ্ত দেশের রাজনীতি। শুক্রবার, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মণিপুরে নারী নির্যাতন ইস্যুতে মোদি সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখেই পাল্টা আক্রমণের পথে হাঁটল বিজেপিও।


অনুরাগ ঠাকুর (Anurag Thakur) যে তিনটি রাজ্যের কথা উল্লেখ করেছেন, সেই বাংলা, রাজস্থান এবং বিহারে বিজেপি (BJP) বিরোধী দলেরই সরকার রয়েছে। যারা মোদি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের শরিক। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তেমনই ৩ রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ খুঁচিয়ে তুলতেই, পাল্টা কেন্দ্রেরই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান সামনে এনে তৃণমূল দাবি করেছে যে, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত অসম। মোদি জমানায় সারা দেশে সামগ্রিকভাবে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ১৫ শতাংশ বেড়েছে। মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও। গত ৫ বছরে, বিজেপি শাসিত গুজরাতে ৪০ হাজার মহিলা নিখোঁজ হয়েছেন।


অশান্তি মণিপুরে: গত প্রায় তিন মাস ধরে রক্তক্ষয়ী অশান্তি চলছে মণিপুরে। দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত, বাড়ি-ঘর, দোকান-পাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাই ব্যাঙ্গালোরে বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সংসদের বাদল অধিবেশনে তারা এই বিষয়টি নিয়ে সোচ্চার হবেন। এই প্রেক্ষাপটেই অধিবেশনের আগের দিন মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর এক ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।


তা নিয়ে বিতর্কের ঝড় ওঠায়, আড়াই মাস পরে মণিপুর নিয়ে মৌনতা ভাঙেন প্রধানমন্ত্রী ! এই প্রেক্ষাপটেই নারী নির্যাতনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা মিলে যখন মণিপুরে যাওয়ার কথা ভাবছেন, তখন, পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। ২০২৪-এর লোকসভা নির্বাচনে মণিপুরই যে জাতীয় রাজনীতির অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে, তাতে আর কোনও সংশয় নেই।