নয়া দিল্লি: চলতি কথায় আছে 'খেতে পেলে শুতে চায়'। মজা করে একথা অনেকেই বলে থাকি। কিন্তু সেই কথাকেই যেন মান্যতা দিল একটি রেস্তোরাঁ! শুনতে অবাক হলে সত্যি এমনটাই। এই রেস্তোরাঁয় খেতে খেতে কিংবা খাওয়ার পর যদি খুব ঘুম পায়, তাহলে অসুবিধা নেই। নিশ্চিন্তে রেস্তোরাঁতেই ঘুম দিতে পারবেন।                                                             


রাতের খাবার খাওয়ার পর যদি ঘুমোনোর ইচ্ছে হয় তাহলে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আরামদায়ক বিছানায় ঘুমানোর সুযোগ দিচ্ছে এই রেস্তোরাঁ।                                                                                  


তবে এটা এ রাজ্যে কিংবা এ দেশে নয়। জর্ডনের একটি রেস্তোরাঁয় এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কাস্টমারদের জন্য। মোয়াব নামের রেস্তোরাঁটি জর্ডনের রাজধানী আম্মানে অবস্থিত। মানসাফ, মাংস দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী লেভানটাইন খাবার খেলে এই সুবিধা পাওয়া যাবে। এটি জর্ডনের জাতীয় খাবার। তাই সেটি অর্ডার দিয়ে খেলেই সুবিধাটি পাওয়া যাবে। 


আরও পড়ুন, মেয়ের প্রথম ঋতুস্রাব, বেলুন দিয়ে ঘর সাজিয়ে, কেক কেটে উদযাপন করলেন বাবা


এই রান্নাটি সেখানের বিখ্যাত শেফ বিশেষভাবে রান্না করে থাকেন। দইয়ের সস তৈরি করে তা ভাত ও নান রুটির সঙ্গে পরিবেশন করা হয়। রেস্তোরাঁর তরফে বলা হয়েছে, এই খাবারটি এতটাই সুখাদ্য যে, পেটপুরে খেয়ে সকলেই চান একটু ঘুম দিতে।  টুইটার পেজ Now This News রেস্টুরেন্টের একটি ভিডিও পোস্ট করেছে। এক গ্রাহক যেমন বলেছেন, মানসাফ খাওয়ার পরে একজনের জন্য ঘুমানো গুরুত্বপূর্ণ। 






রেস্তোরাঁটির সহ-মালিক ওমর এমবাইদিন বলেছেন, প্রথমে অনেকেই এই সিদ্ধান্তটিকে রসিকতা হিসেবে দেখা হয়েছিল। রেস্তোঁরাটিতে ঘুমানোর জন্য একটি পৃথক জায়গা আছে। রেস্টুরেন্টটি জর্ডানিয়ান কফিও পরিবেশন করে।