কলকাতা: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে (Fake Passport) এবার পুলিশের স্ক্য়ানারে পুলিশই। পুলিশ সূত্রে খবর, পাসপোর্টকাণ্ডে বেশ কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা সন্দেহজনক। এমনকী, এক পুলিশ কর্মীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, পুলিশের তরফে কর্তব্যে কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল।


পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে কি সর্ষের মধ্যেই ভূত? কারণ এবার পুলিশের স্ক্য়ানারে পুলিশই। পুলিশ সূত্রে খবর, পাসপোর্টকাণ্ডে বেশ কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা সন্দেহজনক। এমনকী, এক পুলিশ কর্মীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পাসপোর্টকাণ্ডে ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই জালিয়াতিকাণ্ডে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে, পাসপোর্ট ইস্যু করার আগে আদৌ কি পুলিশ ভেরিফিকেশন হয়েছিল? হলে সেটা কোন প্রক্রিয়ায় হয়েছিল? নিয়ম মেনে হয়েছিল কি?                                                    

আদালতেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল পুলিশকে। পাসপোর্ট জালিয়াতি চক্র নিয়ে, ভরা আদালতে পুলিশকে উদ্দেশ্য করে বিচারক বলেছিলেন, আমায় গল্প শোনাবেন না। বিচারক বলেন, আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করল সেই নিয়ে একফোঁটাও তদন্ত এগোয়নি। ভেরিফিকেশন কি পিওনরা করেছিল? যদি না হয়ে থাকে, তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?

সূত্রের খবর, পুলিশের তরফে কর্তব্যে কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, যতগুলি পাসপোর্ট মিলেছে, তার সবকটিই পঞ্চসায়র পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। এর আগে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এই পঞ্চসায়র পোস্ট অফিসের পোস্টম্যান দীপক মণ্ডলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এপ্রসঙ্গে প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "আজকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার জন্য এসব হচ্ছে। পাসপোর্ট দুর্নীতি বলুন, আধার দুর্নীতি বলুন। যা হচ্ছে। এ তো দুর্নীতির রাজ্য এটা। প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদত থাকতেই হবে। পুলিশকে পুলিশকে ধরতে হবে আগামী দিনে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Ration Scam: 'রেশনে দুর্নীতি হলে সেটার শুরু কোথায়?', ফের বিচারকের প্রশ্নের মুখে ED