মেদিনীপুর: স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে এদিন প্রসূতির বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'স্যালাইনকাণ্ডে সব দোষ মুখ্যমন্ত্রীর। কতজনকে স্যালাইন দেওয়া হয়েছে, তালিকা প্রকাশ করুন' দোষীদের শাস্তির দাবি জানিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী : আমরা এই লড়াই করব। দোষীদের শাস্তি চাই।
সাংবাদিক: মুখ্যমন্ত্রী এখন বলেছেন, সব দোষ প্রায় ডাক্তারদের।
শুভেন্দু অধিকারী : সব দোষ মুখ্যমন্ত্রীর। যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী। এবং এই RL এর স্যালাইন, সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু এর (পাশে দাঁড়ানো মৃতার স্বামীকে দেখিয়ে) স্ত্রীকে কাড়েননি, এর বাচ্চাকে অনাথ করেননি। আজকে একটা ছোট বাচ্চাও মারা গিয়েছে। তিন জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বলে মমতাকে আক্রমণ করেন বিরোধী দলনেতা।
শুভেন্দু আরও বলেন, '১০ ডিসেম্বর জানার পর কতজনকে স্যালাইন দেওয়া হয়েছে ?কত হাজার লোকের শরীরে এই স্যালাইন দেওয়া হয়েছে ?! সেই সংখ্যাটা লক্ষ্যাধিক হবে ! প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক হেলথ সেন্টার, সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ, আরজিকর, পিজি, মেডিক্যাল কলেজ -সব মিলিয়ে কত জনকে দিয়েছেন ? স্যালাইন প্রাপকদের তালিকা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী। কিডনি নষ্ট হতে শুরু করবে। তখন বলবেন এর সুগার আছে। ওর Creatinine বেশি...এই সব বলে কেটে পড়বেন ! কিন্তু আপনি যে হাজার হাজার অন্তঃসত্ত্বা মায়েদের কিডনি ড্যামেজ করে দিলেন..' ! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর।
আরও পড়ুন, স্যালাইন মামলায় রিঙ্গার্স ল্যাকটেট বন্ধের নির্দেশ প্রধান বিচারপতির, 'ক্ষতিপূরণ দিতে হবে..'
জন্মের পরই মাতৃহারা হয়েছে শিশু। নিজের শরীরে তিল তিল করে বেড়ে ওঠা সন্তানকে ছুঁঁয়েও দেখতে পারেননি মা। কিন্তু, তার জন্য় দায়ী কে? মেদিনীপুর মেডিক্য়ালের স্য়ালাইনকাণ্ডে এখন সবথেকে বড় প্রশ্ন সেটাই। মৃত প্রসূতির ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে,মৃত মামণি রুইদাসের মস্তিষ্ক, ফুসফুস, দুটি কিডনি ও লিভারে জল জমেছিল। তা থেকেই মাল্টি অর্গান ফেলিওর এবং সেই থেকেই সেপটিক শক। তার জেরেই মৃত্য়ু হয় প্রসূতির। এর মূলে কি রয়েছে নিষিদ্ধ স্য়ালাইন?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)