কলকাতা: বাড়িতেই হামলা। আহত হয়ে হাসপাতালে ভর্তি সেফ আলি খান (Saif Ali Khan)। কী কারণে তাঁর ওপর হামলা হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই রয়েছে প্রচুর পুলিশ। নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। ঘটনাস্থলে এসেছে ফরেন্সিক ডিপার্টমেন্ট। আর স্বামীর ওপর হামলায়, কী জানাচ্ছেন করিনা কপূর খান (Kareena Khapoor Khan)।

করিনা কপূর খানের টিমের তরফ থেকে জানানো হয়েছে, করিনা ও সেফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। হাতে চোট লাগার ফলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অস্ত্রোপচার হয়ে গিয়েছে। পরিবারের বাকি সবাই ঠিক আছে। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করা হচ্ছে। দয়া করে কোনও জল্পনা না করার কথা বলা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে সেই তথ্যও দেওয়া হয়েছে।

অন্যদিকে, আজ অস্ত্রোপচারের পরে সেফের টিমের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অস্ত্রোপচার হয়ে গিয়েছে। এখন আর কোনও বিপদ নেই অভিনেতার। তাঁকে রাখা হয়েছে আই সি ইউ-তে। এখনও পর্যন্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। চিকিৎসকেরা নজর রাখছেন তাঁর স্বাস্থ্যের দিকে। পরিবারের বাকি সদস্যরা সুস্থ রয়েছেন আর নিরাপদে রয়েছেন।  Dr. Niraj Uttamani, Dr. Nitin Dange ও Dr Leena Jain-এর তত্ত্বাবধানে রয়েছেন সেফ। অনুরাগীদের ধন্যবাদ জানানো হয়েছে ও চিন্তা না করতে বলা হয়েছে।

জানা যাচ্ছে, করিনা কপূর খান সেদিন রাত করে ফিরেছিলেন পার্টি করে। তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। হামলার সময়ে সেফ নাকি বাচ্চাদের ঘরেই ছিলেন। কর্মচারীর সঙ্গে আততায়ীর বচসা শুনে বেরিয়ে আসেন তিনি। যেহেতু তাঁদের কোনও শ্যুটিং বা বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল না, সেই কারণে অ্যাপার্টমেন্টের ভিতরে নাকি কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। বচসা শুনে বাইরে বেরিয়ে আসতেই সেফের ওপর হামলা চালায় আততায়ী। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সেফকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়েছে। এর মধ্যে পাঁজরের কাছের চোট গুরুতর। সেই চোট আরও গুরুতর হলে তা প্রাণঘাতী হতে পারত বলেই মনে করছেন চিকিৎসকেরা। গুরুতর চোট লেগেছে সেফের পিঠেও। তাঁর পিঠ থেকে প্রায় ইঞ্চি ৩-এর গেঁথে থাকা একটি ধারাল পদার্থ বের করা হয়েছে। এখনও অস্ত্রোপচার চলছে অভিনেতা। তাঁর গলায় ও হাতেও আঘাত লেগেছে। 

আরও পড়ুন: Saif Ali Khan Attacked: পার্টি থেকে ফিরে ঘুমাচ্ছিলেন করিনা, দুষ্কৃতীকে দেখে ঝাঁপিয়ে পড়েন সেফ, আহত গৃহ সহায়িকাও