কলকাতা : তৃতীয়বার করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। ট্যুইটে অগ্নিমিত্রা লেখেন, ' কোভিড পরীক্ষার ফল পজিটিভ। এই নিয়ে তৃতীয়বার। কিন্তু ভয়ের কিছু নেই। আমি ভাল আছি। কোভিডের বিধিনিষেধ মেনে চলব। আশা করছি শীঘ্রই কাজে যোগ দেব। কোভিড খুব দ্রুত ছড়াচ্ছে। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। দূরত্ববিধি মেনে চলুন। '


গত তিন দিনে আন্দামানে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদেরকেও কোয়ারেন্টিনে যাওয়ার আবেদন জানিয়েছেন বিজেপি বিধায়ক।


 






এছাড়াও তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়, কৌস্তভ চট্টোপাধ্যায় এবং কলকাতার জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। তিনজনই করোনা ভ্যাকসিনের জোড়া ডোজ নিয়েছিলেন। আগে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপরও তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন। এই প্রেক্ষাপটে চিকিৎসকমহলে প্রশ্ন উঠছে, অ্যান্টিবডি এবং ভ্যাকসিনের জোড়া বর্মেও তাহলে করোনাকে ঠেকানো যাচ্ছে না? এই বিষয়ে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানাচ্ছেন, 'আগে করোনা হয়েছে বা ভ্যাকসিন নেওয়ার পর করোনা হবে না ভাবলে ভুল। ভ্যাকসিনের কার্যকারিতা কমলেই হবে'


ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে শুধু যে ভারতে প্রশ্ন উঠছে, এমনটা নয়। আমেরিকার প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন। 


রাজ্যে একদিনে করোনায় ১৪ হাজার ২২জন আক্রান্ত। গতকালের তুলনায় সংক্রমণ বাড়ল একদিনে ৫ হাজারের বেশি।  ১৭জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ৬ হাজার ১৭০। উঃ ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৫৪০। কলকাতায় কনটেনমেন্ট বেড়ে হল ৪৮।