ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : রবিবার (Sunday) ভোরে ইএম বাইপাসের (EM Bypass) মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা (Accident)। ভোর সাড়ে ৫টা নাগাদ নিউটাউন (Newtown) থেকে সায়েন্স সিটির (Science City) দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে, কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা-সহ ৩ জন ছিলেন। চালক সামান্য আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।     

  


দু'দিন আগে রাতের কলকাতায় ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা কবলে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলের গাড়ি। বৃহস্পতিবার রাত সোয়া ১০ টা নাগাদ সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় মেট্রোপলিটনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে গাড়িটি। ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা গাড়িকে।  


আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামই গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনায় আরাবুল-পুত্র হাকিমুলকে গ্রেফতার করে প্রগতি ময়দান থানা পুলিশ। রাতেই থানায় যান তৃণমূল নেতা আরাবুল। ঘণ্টা চারেক পর জামিনে মুক্তি পান হাকিমুল। আরাবুলের দাবি, নিছকই দুর্ঘটনা, পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। 


আরও পড়ুন, রাজনীতির পাঠ বাড়িতেই, ছেড়ে কথা বলেন না কাউকেই, কৌস্তভে আরও চাঙ্গা কংগ্রেস


অন্যান্য দুর্ঘটনার খবর- 


রাতের শহরে মা উড়ালপুলে দুর্ঘটনা। অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান রোগী-সহ যাত্রীরা। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। টায়ার বদলাতে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার লেনে, দাঁড়িয়েছিল অ্যাম্বুল্যান্স। পিছন থেকে এসে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। ।                                         


পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছে মা উড়ালপুলে ফের দুর্ঘটনা। আহত হন মা ও শিশু। রাত দেড়টা নাগাদ মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। রাতের খাওয়া সেরে শিশুসন্তানকে নিয়ে ট্যাংরায় ফিরছিলেন এক দম্পতি। পার্ক সার্কাস থেকে সল্টলেকে যাওয়ার সময় তাঁদের গাড়ির পিছনে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। তপসিয়া ট্রাফিক গার্ড ও কড়েয়া থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে।