সমীরণ পাল ও শিবপ্রসাদ পাল, কলকাতা: তরুণ কংগ্রেসকর্মী, দুঁদে আইনজীবী এবং কট্টর তৃণমূলবিরোধী। বঙ্গ রাজনীতিতে কংগ্রেস (Congress) নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi) এভাবেই পরিচিত। ঝালদা, বগটুইয়ের মতো গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই তদন্তের নির্দেশের নেপথ্য়ে ছিল আইনজীবী হিসেবে তাঁর সক্রিয় ভূমিকা। শনিবার তাঁর গ্রেফতারি ঘিরে আলোড়িত হল বঙ্গ রাজনীতি।
কৌস্তভের গ্রেফতারি ঘিরে আলোড়িত হল বঙ্গ রাজনীতি
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে জায়গা না পেয়ে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন কৌস্তভ বাগচী। শুক্রবার শেষরাত থেকে তাঁর গ্রেফতারি এবং জামিনই অক্সিজেন জোগাল কংগ্রেসকে। সাগরদিঘিতে জয়ের পর আবারও চাঙ্গা হয়ে পথে নামল তারা।
কংগ্রেসের সঙ্গে কৌস্তভের যোগ আজকের নয়। বাবা বামপন্থী হলেও, কলেজ জীবন থেকেই কৌস্তভ আকৃষ্ট হন কংগ্রেসি মতাদর্শের প্রতি। তখনই কংগ্রেসের ছাত্র সংগঠন, ছাত্র পরিষদের যোগদান এবং ধীরে ধীরে সক্রিয়ভাবে তাদের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া।
তার পর দিন যত এগিয়েছে, ততই নিবিড় হয়েছে সেই যোগাযোগ। আর এখন তো তৃণমূল-বিরোধিতায় প্রদেশ কংগ্রেসের অন্য়তম মুখ হিসেবে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুন: Anubrata Mondal: হাইকোর্টে ভর্ৎসনার শিকার অনুব্রত, করা হল জরিমানাও
এমনকি, তৃণমূল বিরোধিতার এই অবস্থানে কৌস্তভ এতটাই অনড়, যে অধীর চৌধুরীর করা মেট্রো ডেয়ারি সংক্রান্ত মামলায়, রাজ্য় সরকারের হয়ে সওয়াল করতে আসা, নিজেরই দলের সাংসদ পি চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ দেখাতেও ছাড়েননি তিনি।
বিভিন্ন মামলায় কোর্টের ভিতরেও একইরকম আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে কৌস্তভকে। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুির খুন থেকে, সেই পুরসভার বোর্ড গঠন নিয়ে টানাপোড়েন, এমনকি বগটুইয়ে গ্রামবাসীদের পুড়িয়ে হত্য়ার ঘটনা, বার বার আইনজীবী হিসেবে কোর্টে সক্রিয় ভূমিকায় দেখা গেছে কৌস্তভকে। এরকম একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও আদায় করে এনেছেন তিনি।
ছেলেকে নিয়ে গর্বের সীমা নেই কৌস্তভের বাবা কুশল বাগচীর
তাই ছেলেকে নিয়ে গর্বের সীমা নেই কৌস্তভের বাবা কুশল বাগচীর। তাঁর বক্তব্য, "বিভিন্ন মামলাও আপনারা দেখেছেন। ঝালদা বলুন, সাগরিদিঘি বলুন, বগটুই বলুন, বিভিন্ন জায়গাতেই ও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। ফলে বাবা হিসেবে তো সবসময়ই গর্ববোধ করি। যখনই বলত, বাপি সিবিআই পেয়ে গিয়েছি, খুব গর্ব হতো।"
কৌস্তভের মা শিউলি বাগচী বলেন, "যেভাবে ওঁকে গ্রেফতার করা হয়েছে সেটা খুব খারাপ লেগেছে। ও তো জঙ্গি নয়! বলেছিল সকালে একটা ফোন করতে। তা না করে রাতে নিয়ে গেল। এমনিতে আমি খুব গর্বিত অনুভব করছি আমার ছেলের জন্য। এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ও। আজকে ক'টা লোক পারে এমন কাজ করতে! বইটা ব্যানড হলে এত কথা আমাদের দিদিভাই কি বলতে পারতেন? তবে আমি গর্বিত, ছেলে দেশের জন্য কাজ করেছে। আমি নিজেও এই দলের সঙ্গে যুক্ত। ভাল কাজ করেছে, সততার কাজ করেছে, এটাই চাই।"
শনিবার সেই কৌস্তভকে পুলিশ গ্রেফতার করে, আদালতে তোলার পর প্রায় একশোজন আইনজীবী এককাট্টাভাবে তাঁর হয়ে দাঁড়ান এবং শেষমেশ জোরাল সওয়াল জবাবের পর কৌস্তভের জামিন মঞ্জুর করেন বিচারক। ছাড়া পেয়েই রাস্তায় মাথা কামিয়ে ফেলেন কৌস্তভ। জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য থেকে উৎখাত না হওয়া পর্যন্ত, মাথায় চুল গজাতে দেবেন না তিনি।