সুনীত হালদার, হাওড়া: মেয়ের শ্লীলতাহানির (protest against molestation of daughter) প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ (Father Beaten to death), হাসপাতালেই মৃত্যু প্রহৃতের (father dies)। পুলিশ সূত্রে খবর, মৃতের বয়স ৩৫ বছর। শ্যামপুর থানা এলাকার এই ঘটনায় হইচই পড়ে যায় মঙ্গলবার।


কী ঘটেছিল?
মৃতের পরিবারের অভিযোগ, বাবার সাইকেলে করে টিউশন থেকে ফিরছিল মেয়ে। অভিযোগ, সেই সময় পাড়ারই তিন ব্যক্তি পথ আটকে মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাবা। সেই সময় তাঁকেই বেধড়ক মারধর করে ওই তিন জন, এমনই অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে শ্যামপুরের একটি গ্রামীণ হাসপাতাল, পরে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শ্য়ামপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। আচমকা এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া। একই সঙ্গে ক্ষোভের চাপা আগুনও রয়েছে। অপরাধীদের দ্রুত উপযুক্ত শাস্তি চান প্রত্যেকেই। বছরদুয়েক আগে কার্যত এক ঘটনা শোনা গিয়েছিল উত্তরপ্রদেশের হাথরসে।  


বছরদুয়েক আগে এক ঘটনা উত্তরপ্রদেশে...
উত্তরপ্রদেশের হাথরসে সে বার মেয়ের শ্লীলতাহানির ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করায় প্রাণ হারাতে হয়েছিল এক ব্যক্তিকে। তাঁকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে মেয়ের শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, এই নৃশংস ঘটনা ঘটেছে হাথরস জেলার সাসনি থানা এলাকায়। ২০১৮ সালের জুলাইয়ে গৌরব শর্মা ওরফে গোলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে মেয়ের শ্লীলতাহানির অভিযোগ করেন নিহত ব্যক্তি। গৌরবকে গ্রেফতার করে পুলিশ। তবে সে এক মাস পরে জামিনে ছাড়া পেয়ে যায়। এই গৌরবই মেয়েটির বাবাকে গুলি করে খুন করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে আরও জানা যায়, মেয়ের শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার পর থেকেই নিহত ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে অভিযুক্ত গৌরবের পরিবারের ঝামেলা চলছিল। 'খুনের' দিন গৌরবের স্ত্রী ও এক আত্মীয়া এবং নিহত ব্যক্তির দুই মেয়ে একটি মন্দিরে যান। সেখানে তাঁদের ঝগড়া শুরু হয়। এরপর সেখানে পৌঁছন নিহতের ব্যক্তি। গৌরবও ঘটনাস্থলে যায়। ঝগড়া চরমে পৌঁছে যায়। এরপর যখন নিহত ব্যক্তি আরও কয়েকজনের সঙ্গে মাঠে কাজ করতে যাচ্ছিলেন, তখন পরিবারের লোকজন ও বন্ধুদের ডেকে আনে গৌরব। তারা কয়েক রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, মেয়েটির বাবাকে বাঁচানো সম্ভব হয়নি।


ভেজা পিচে শুরু হল না রঞ্জি ম্যাচ ! ইডেনে বেনজির বিতর্ক