সুজিত মণ্ডল, কল্যাণী: ছেলেকে টিউশন থেকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। আচমকা একটি চার চাকার গাড়ি এসে সজোরে ধাক্কা মারে বাইকে (Bike accident)। এর ফলে রাস্তার উপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। আর পরে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় ছেলের। বৃহস্পতিবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়া (Nadia) জেলার কল্যাণী (Kalyani) এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর আইটি পার্কের (IT park) কাছে। 


পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ছেলের টিউশন পড়া শেষ হওয়ার পর তাকে নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাইকে করে জেআইএস মোড় থেকে বুদ্ধ পার্কের দিকে যাচ্ছিলেন উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা ৪৬ বছরের অরূপ কুমার দাস। একই সময়ে একই দিক থেকে একটি চার চাকা গাড়ি বুদ্ধ পার্কের দিকে আসছিল। আচমকা চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অরূপবাবুর বাইকে সজোরে ধাক্কা মারে। যার জেরে সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাঁর ছেলে আয়নককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কল্যাণীর জহরলাল নেহরু মেডিক্যাল কলেজ অফ মেডিসিন ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। কিন্তু, সেখানে আসার পরেই চিকিৎসরা আয়নককে মৃত বলে ঘোষণা করে দেন। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন: Madhyamik Result 2024: ভোটের মধ্যেই ফলপ্রকাশ, মে মাসেই রেজাল্ট মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের


ইতিমধ্য়ে ঘাতক গাড়িটির সন্ধান শুরু করার পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিছকই দুর্ঘটনা না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এদিকে চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে শোকগ্রস্ত প্রত্যক্ষদর্শীরা।


তাঁদের মধ্যে সায়ন দাস নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, জেআইএস মোড়ের দিক থেকে বুদ্ধ পার্কের দিকে ছেলেকে নিয়ে বাইক করে আসছিলেন অরূপ কুমার দাস নামে ওই ব্যক্তি। আচমকা একই দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি বাইকটিকে ধাক্কা মারে। এর ফলে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটে যায়।


আরও পড়ুন: North 24 Parganas Crime:বৃদ্ধকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গাইঘাটায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।