কলকাতা: বাংলার মাটি থেকেই শুরু হয়েছিল তাঁর সুর-সফর। সময় পেরিয়েছে, তিনি ছুঁয়ে দেখেছেন সাফল্যও। আর এখন তিনি বলিউডের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী। বলিউড থেকে শুরু করে টলিউড, ছবি যেমনই হোক না কেন, তাঁর গান আলাদা করে জায়গা করে নেয়। কিন্ত সাফল্যে শীর্ষে পৌঁছেও, কেন এত সাদামাটা জীবনযাপন করেন অরিজিৎ সিংহ (Arijit Singh)? ঠিক কী করেন, নতুনদের সঙ্গে মেলামেশার সময় কতটা সাধারণ তিনি? জন্মদিনে জেনে নেওয়া অজানা অরিজিৎ সিংহ।
অরিজিৎ সিংহের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন বাংলার অভিনেতা ঋষভ বসু। এবিপি লাইভকে সেই অভিজ্ঞতা নিয়ে ঋষভ বলেছিলেন, 'অরিজিৎ সিংহকে যেমনভাবে মানুষ দেখেন, ও ঠিক সেইরকমই, বরং আরও অনেক বেশি সাধারণ। গোটা শ্যুটিংয়ের সময়টাই আমাদের সঙ্গে ছিলেন অরিজিৎ। এমনকি অনেক শট উনি নিজে হাতেও নিয়েছেন। আমার রাস্তায় হেঁটে যাওয়ার একটা শট ছিল, সেটা নিজেই রাস্তায় শুয়ে পড়ে নিলেন অরিজিৎদা। জিয়াগঞ্জে থাকলে উনি সত্যিই একেবারে পাড়ার ছেলে। '
কেবল ঋষভের কথাই নয়, টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই অরিজিৎতে এই মাটির কাছাকাছি থাকার স্বভাবে মুগ্ধ। সদ্য ভাইরাল হয়েছিল দোলের দিনে অরিজিৎতের একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, পাড়ার মানুষদের কাছ থেকে অবলীলায় রং মাখছেন অরিজিৎ। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। তবে এই প্রথম নয়, এর আগেও অরিজিৎকে দেখা গিয়েছে তিনি জিয়াগঞ্জের রাস্তায় ঘুরছেন স্কুটি চালিয়ে। হাঁটছেন, বাজারে যাচ্ছেন সাধারণ পোশাকেই। এই সাদামাটা স্বভাবের জন্যই অরিজিৎ খুব প্রিয় অনুরাগীদের কাছে।
এর আগে রূপম ইসলামও (Rupam Islam)-ও বলেছিলেন অরিজিতের সঙ্গে আলাপ বা মেলামেশার কথা। একবার জিয়াগঞ্জে শো করতে গিয়ে রূপম অরিজিতের বাড়ি গিয়েছিলেন। কথাও বলেছিলেন অরিজিতের বাবা-মায়ের সঙ্গে। সদ্য অরিজিতের বাড়ির এলাকাতেই শো করতে গিয়েছিলেন অনুপম রায় (Anupam Roy)। তিনিও বলেছিলেন অরিজিতের বাড়ির ঘরোয়া পরিবেশের কথা।
অরিজিৎ একাধিক সমাজসেবী সংস্থার সঙ্গেও যুক্ত। হাসপাতাল থেকে শুরু করে ইংরাজির আলাদা কোচিং সেন্টার , জিয়াগঞ্জে অনেক কিছুই উন্নতি করেছেন অরিজিৎ।
আরও পড়ুন: Tamannaah Bhatia: বেআইনিভাবে আইপিএলের ম্যাচ সম্প্রচার! অভিনেত্রী তামান্নাকে তলব করল মহারাষ্ট্র পুলিশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।