সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : এতদিন উত্তরবঙ্গে উদ্বেগ বাড়াচ্ছিল শিশুদের জ্বর। এবার জ্বরে পড়ছেন প্রাপ্তবয়স্করাও। উত্তর দিনাজপুর জেলা জুড়ে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। গত ৬ দিনে, রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন জ্বরে আক্রান্ত প্রায় ৫০ জন রোগী।
তাঁদের মধ্যে, কয়েকজন ডেঙ্গি আক্রান্ত। তবে, বাকিদের কী কারণে জ্বর, তা এখনও জানা যায়নি। কোভিড পরিস্থিতিতে জ্বরের প্রকোপে, উদ্বিগ্ন জেলা প্রশাসন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে গঠিত হয়েছে বিশেষ টিম। জ্বরে আক্রান্তদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আউটডোরে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই গড়ে ৭-৮জন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ইসলামপুর থেকে গোয়ালপোখর, ইটাহার থেকে রায়গঞ্জ, জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে আসছেন জ্বরে আক্রান্ত রোগীরা। শুধু তাই নয়, দক্ষিণ দিনাজপুর থেকেও এসেছেন কেউ কেউ।
জ্বরের উপসর্গ দেখে চিকিত্সকদের অনুমান, শুধু ডেঙ্গি নয়, কেউ কেউ ম্যালেরিয়া, টাইউফয়েডও আক্রান্ত। তাঁদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে করা হচ্ছে কোভিড টেস্ট।
পুজোর পরই রাজ্যে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ। তারমধ্যে উত্তরবঙ্গে নতুন করে জ্বরের প্রকোপে, বাড়ছে উদ্বেগ।
করোনা-উদ্বেগের মাঝে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও জ্বরের প্রকোপ। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ২০১৭-য় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এই ব্লকে বহু মানুষের মৃত্যু হয়। ফলে ছড়িয়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতে গত একমাস ধরে ২০ লক্ষ টাকা দামের যন্ত্র বিকল থাকায়, বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ ডেঙ্গি পরীক্ষা। বাইরে থেকে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতে গিয়ে সমস্যায় পড়েছেন দেগঙ্গার বাসিন্দারা। প্রশাসনিক ব্যর্থতার কথা স্বীকার করেও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি।
এরই মধ্যে রাজ্যের ৪৩টি পুর এলাকায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে পুরসভাগুলির সঙ্গে বৈঠক করেছে পুর নগরোন্নয়ন দফতর। ডেঙ্গি আক্রান্তদের বাড়ির ৫০ মিটারের মধ্যে করতে হবে ফিভার সার্ভে। ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল বাড়ি বাড়ি গিয়ে মশা দমন অভিযান হবে। মশা মারার ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দিয়েছে পুর নগরোন্নয়ন দফতর।