সনৎ ঝাঁ, শিলিগুড়ি: খারাপ আবহাওয়ায় উত্তরবঙ্গে আটকে পড়লেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টিপাতের জেরে বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে ভুটানের পথে রওনা হওয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিমান আবহাওয়া খারাপ থাকায় জরুরি অবতরণ করতে হয় বাগডোগরা বিমানবন্দরে।

Continues below advertisement

সূত্রের খবর, বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ি সংলগ্ন এক বেসরকারি হোটেলে রাত কাটান। শুক্রবার ভোর পাঁচটার সময় তিনি ফের ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন, তবে এদিনও উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘ এবং প্রবল বৃষ্টির কারণে ফ্লাইট উড়তে পারেনি। 

বিমানটি গতকাল ভুটানের থিম্পুর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘ, বজ্রবিদ্যুৎ ও প্রবল দমকা হাওয়া শুরু হয়। নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটিকে বাগডোগরায় নামিয়ে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জরুরি প্রটোকল চালু করে যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনেন।

Continues below advertisement

উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে। ঘন মেঘের কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ভুটান ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রুটে বিমান পরিষেবা আপাতত স্থগিত করা হয়েছে।            

অবশেষে সকালেই দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন অর্থমন্ত্রী।

এদিকে, শক্তি হারালেও রাজ্য জুড়ে এখনও 'মোন্থা'র প্রভাব। দার্জিলিং পাহাড়ে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি। কার্শিয়ঙের একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং। খারাপ আবহাওয়ার কারণে সান্দাকফু-সহ পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি। ধসের আশঙ্কা একাধিক পার্বত্য এলাকায়। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

উপকূল সংলগ্ন জেলায় আবহাওয়ার উন্নতি হলেও, কার্যত উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে। এমনকী, ধসের আশঙ্কা রয়েছে একাধিক পার্বত্য এলাকায়। সেইসঙ্গে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশিরভাগ জেলাতেই। 

উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা, উত্তর দিনাজপুর ও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও। যদিও, রবিবার থেকে কমবে বৃষ্টিপাত। 

অন্যদিকে, আজকের মধ্যেই, আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে 'মোন্থা'। বিহার, ঝাড়খণ্ডে বিস্তৃত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।