কলকাতা: 'কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ (DA) পাবেন', ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। সঙ্গে আরও সংযোজন, 'ডিএ বাধ্যতামূলক (Mandatory) নয়। এটা ঐচ্ছিক, টাকা থাকলে ভালবেসে দিলাম।'


আর কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিন ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, 'অফিস টাইমে কাজ বন্ধ করে মিছিল, এটা সার্ভিস রুল ব্রেক হচ্ছে না? রোজ শুধু না করার হুঙ্কার, আমি সহানুভূতিশীল।' তাঁর মতে, 'সব জায়গায় কোঅর্ডিনেশন কমিটির লোকেরা বসে রয়েছেন।' তবে তিনি যে এর পরও কাউকে বরখাস্ত করেননি সে কথা মনে করিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য, ' আমি কিন্তু দুর্বল নই'।  বস্তুত, এদিন ডিএ আন্দোলনকেই চাকরি চলে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর কথায়, 'মামলার জেরে বিভিন্ন দফতরে নিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। ডিএ নিয়ে যারা মিটিং-মিছিল করছেন, তাঁদের জন্যেই চাকরি চলে গেল।' তবে যে ৩৬ হাজারের চাকরি বাতিল হয়েছে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন,'১ লক্ষ ১৫ হাজার কোটি পড়ে আছে দিল্লিতে। আগে এনে দিক। আরও ৩ শতাংশ ডিএ দেব।' মুখ্যমন্ত্রীর মতে, 'অনেকে ডিপ্রেশনে ভুগছেন, কেউ কিছু করে ফেললে কী হবে? যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না। বলছে টাকা দিলে খেয়ে নেবে।' 


আক্রমণ রাজ্যের মন্ত্রীরও...
গত কালই রাজ্য়ের কারামন্ত্রী অখিল গিরি ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, 'এতদিন আন্দোলন করছেন, আবার বেতন নিচ্ছেন। করুন, কোনও অসুবিধা নেই।' তমলুকে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানে কারামন্ত্রী এই মন্তব্য করেছিলেন। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে অখিল গিরি বলেন, 'রাস্তায় বসে আন্দোলনের অধিকার সরকারি কর্মীদের রয়েছে। তেমনই দিনের পর দিন, মাসের পর মাস অফিস কামাই করে মানুষের পরিষেবা বন্ধ করে দিয়ে বেতন নিচ্ছেন। দায়িত্ব পালন না করে অধিকার প্রতিষ্ঠা করা যায় না। ' এর আগে DA আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। রেড রোডে কেন্দ্র-বিরোধী ধর্না মঞ্চ থেকে DA আন্দোলনকারীদের চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত বলে আক্রমণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সরাসরি আন্দোলনকারীদের কেন্দ্রীয় সরকারের চাকরি খুঁজে নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। বস্তুত, বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই গড়িয়েছিল কোর্টেও। কিন্তু সুরাহা কবে? 


আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার