সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ক্ষোভের আগুন (Fire Incident) নিভতে নিভতেও নিভল না সন্দেশখালিতে (Sandeshkhali Violence)। আজ ফের নতুন করে ক্ষোভের আগুন সন্দেশখালির বেড়মজুরে। মূলত বেড়মজুরে তৃণমূল নেতা হলধর আড়ির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। 


'ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছেই হলধরের বাড়ি'


জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছেই হলধরের বাড়ি। অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে গতকালই সরানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। গতকালই হলধর আড়িকে বেড়মজুর ১ নম্বর অঞ্চলে আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়েছে। এদিকে আজই তৃণমূল নেতা হলধর আড়ির বাড়ি সংলগ্ন খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে উঠেছে অভিযোগ।


'সকাল থেকে ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর'


সকাল থেকে ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর। তৃণমূলের নব নিযুক্ত যুগ্ম অঞ্চল আহ্বায়ক হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হল। ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছেই হলধরের বাড়ি। অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরানোর পর গতকালই হলধর আড়ি ও শক্তিপদ রাউতকে বেড়মজুর ১ নম্বর অঞ্চলে যুগ্ম আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়।


'হলধরের বিরুদ্ধেও অত্যাচারের অভিযোগ'


জমি কেড়ে নেওয়া-সহ নানারকম অত্যাচার করেছেন শেখ সিরাজউদ্দিন, অজিত মাইতিরা। সেই জন্যই জনরোষের শিকার হয়েছেন তিনি, স্বীকার করেছেন হলধর।হলধরের বিরুদ্ধেও অত্যাচারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাই নজর ঘোরাতে তৃণমূল নেতা নিজেই তাঁর খড়ের গাদায় আগুন লাগিয়েছেন। অশান্তি এড়াতে বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।   


'সন্দেশখালি-বিক্ষোভের মাঝেই তৃণমূলে রদবদল'


সন্দেশখালি-বিক্ষোভের মাঝেই তৃণমূলে রদবদল। তৃণমূলের বেড়মজুর ১ নম্বর অঞ্চল সভাপতি ছিলেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন। তাঁর বিরুদ্ধে জমি জবরদখল, মারধর, হুমকি-সহ একাধিক অভিযোগ সামনে আসায়, কয়েকদিন আগে পদ থেকে সরানো হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয় শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতিকে। গতকাল মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেন, অজিতের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁকেও পদ থেকে সরানো হয়েছে। 


আরও পড়ুন, ঝুপড়ি ঘরের ওপর পড়ল চলন্ত গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা উল্টোডাঙায়


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)