অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: আজ তৃতীয়া। মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে। বৃষ্টির ভ্রকুটি উপেক্ষা করেই দুর্গাদর্শনে সকলে। এরই মধ্যে আজ চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন লাগে খবর এমনটাই। এই ঘটনার পর দর্শকদের জন্য বন্ধ করা হল চেতলা অগ্রণীর পুজো। লাগানো হল পুলিশ ব্যারিকেড।
জানা গিয়েছে, আজ দুপুর বেলা দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মণ্ডপে অগ্নিকাণ্ডটি ঘটেছে। দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, মণ্ডপের উপরের অংশে আগুন লাগে। সেই সময় প্যান্ডেলে আগুন নেভানোর যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর দমকলের ২টি ইঞ্জিনও ঘটনাস্থলে চলে আসে।
দমকল এলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে আজকের দিনের সুরক্ষার কথা মাথায় রেখে পুজো কর্মকর্তারা পুজো মণ্ডপটি বন্ধ রেখেছেন। বলা হয়েছে যে, 'এক অভূতপূর্ব দুর্ঘটনার জন্য মণ্ডপটি ২৫ সেপ্টেম্বর বন্ধ রাখা হচ্ছে। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য এটি কবে খুলে দেওয়া হবে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। এই অসুবিধার জন্য সকলের কাছে দুঃখিত। তবে সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
তবে এই ঘটনায় বড় কোনও ক্ষতি হয়নি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু টেকনিকাল ফল্টের জন্যই এই ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখতে হয়েছিল। বাকি কাজ সুরক্ষা নিয়ে করার জন্য আজকের জন্য এই প্যান্ডেল বন্ধ রাখা হচ্ছে।
এই মণ্ডপের বাইরে একটি ফ্লেক্সও লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে যদিও নির্দিষ্ট কোনও কারণ দর্শানো হয়নি। তবে এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।
এদিকে আজ তৃতীয়াতে আনোয়ার শাহ রোডের একটি হোটেলেও আগুন লাগে। যা উস্কে দিয়েছে সম্প্রতি বড়বাজারের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাকে। ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। যদিও আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। দুপুর ১ নাগাদ হোটেলে আগুন লেগেছে বলে জানা যায়। হোটেলের ছাদের অংশে আগুন লাগে , জানা গিয়েছে এমনটাই। হোটেলের নীচে ছিল আবাসিকদের ফ্ল্যাট। কোনওমতে ফ্ল্যাট থেকে আবাসিকদের নামিয়ে আনা হয়েছে।