কলকাতা: সাতসকালে বড়বাজারে নাখোদা মসজিদের কাছে, বহুতলের মধ্যে প্লাস্টিকে গোডাউনে আগুন (Fire Incident)।  ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১০ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এলাকায় বহুতল আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছছেন দমকল মন্ত্রী সুজিত বোস এবং মেয়র ফিরহাদ হাকিম। তবে আগুন লাগার পর ঘটনাস্থলে  কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় যেতেই শুরু রাজনৈতিক চাপানউতোর।


ভোরের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড


বড়বাজারে নাখোদা মসজিদের সামনে ভয়াবহ আগুন লাগে। বহুতলের মধ্যে কার অনুমতিতে চলছিল প্লাস্টিকের গুদাম? এলাকায় পৌঁছে আগের বিজেপি কাউন্সিলরের দিকে তির বর্তমান কাউন্সিলরের এলাকায় বেআইনি নির্মাণ। বেআইনি গুদাম আছে, মানলেন কাউন্সিলর।জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ একতলা বাড়িতে প্লাস্টিকের সামগ্রী ও পিচবোর্ড ঠাসা গুদামে আগুন লেগে যায়। পাশের দুটি বহুতলের দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা ছাদে উঠে পড়েন। পুড়ে যায় ফুটপাতের ৭-৮টি দোকান, বাইক ও স্কুটার। বিদ্যুতের তারে আগুন ধরে যায়। সংকীর্ণ রাস্তায় দমকলের গাড়ি ঢোকাতে বেগ পেতে হয়। রবীন্দ্র সরণিতে গাড়ি রেখে হোসপাইপ ঢুকিয়ে আগুন নেভাতে নেমে পড়েন দমকল কর্মীরা। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষ অবধি পাওয়া খবরে, দমকলের ১৫টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাদেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। 


তাপস রায়কে গো ব্যাক স্লোগান


অন্যদিকে ভোরের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আগুনের খবর পেতেই এলাকায় পৌঁছন বিজেপি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিজেপি কর্মীদের উত্তপ্ত বচসা শুরু হয়ে যায়। বচসার মধ্যেই এক বিজেপি কর্মীকে তৃণমূল কাউন্সিলর মেরেছেন বলে অভিযোগ উঠেছে।


আরও পড়ুন, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, উত্তাল দুর্গাপুর এনআইটি, পদত্যাগপত্র লিখলেন ডিরেক্টর


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।