কলকাতা: পোস্তায় (Posta) প্লাস্টিকের গুদামে (Plastic Godown) লাগল ভয়াবহ আগুন (fire)। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৪টি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 


পোস্তায় প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন


অতি দাহ্য বস্তু প্লাস্টিক। এবার তারই কারখানায় লাগল ভয়ানক আগুন। পোস্তার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। তিনি বলেন, 'গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল পাঠাই। তড়িঘড়ি দমকল আসায় আগুন নিভে গেছে। পিছনের দিকের কিছু বাড়িতে বর্জ্য পড়ে আছে, ওখানেও আগুন ছড়িয়ে পড়েছে। এখন দমকল কর্মীরা সেইদিকে কাজ করছেন।' কেউ আটকে পড়ার কোনও খবর মেলেনি। 


ওই অঞ্চলে গোডাউনের সংখ্যা প্রচুর, ফলে প্রায়ই আগুন লাগার খবরও পাওয়া যায়। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ব্যাপারে? মীনাদেবী পুরোহিতের কথায়, 'আপনারা জানেন তো আমি হাউজে প্রশ্ন তুলেছি। এত তার ঝুলছে, এগুলোর কোনও ব্যবস্থা নিন। আজ পর্যন্ত কিছুই হল না। এইসব তারের ব্যবস্থা করতে হবে কর্পোরেশনকে, সরকারকে। কেউ জানে না এগুলো কার তার, সিইএসই-র নাকি টেলিফোনের না কেবল তার? কেউ বুঝতেই পারছে না। খালি তার লাগিয়ে ঝুলিয়ে দেয়। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকারের কাজ সরকার করছে না। কর্পোরেশনের কাজ কর্পোরেশন করছে না। মানুষকে তো বোঝাতে হবে ওই তারের জন্য আগুন লেগে যাচ্ছে। বছরের পর বছর ওই তারের মধ্যে জল পড়তে পড়তে আগুন লাগছে।' তিনি আরও বলেন, 'পুরো রেসিডেনসিয়াল জায়গা। মানুষ আছে, সিলিন্ডার আছে। মানুষ সচেতন ছিল তাই নেমে গেছে। এখানে প্রায় চার থেকে পাঁচশ বাসিন্দা আছেন।'


আরও পড়ুন: Mamata on Madhyamik: ভবানীপুর গার্লসে মমতা, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর


অন্যদিকে আজই পুরুলিয়ার (Purulia) রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরে রহস্যজনক আগুন (Fire) লাগে। ওপরে DIB-র DSP-র কোয়ার্টার। একতলায় গোয়েন্দা বিভাগের একটি ঘর থেকে আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ধোঁয়া (Smoke) বেরোতে দেখেন এক পুলিশ কর্মী। দমকলের (Fire Engine) ২টি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘরে জেলা গোয়েন্দা দফতরের প্রচুর গুরুত্বপূর্ণ নথি ছিল। সেগুলি পুড়ে যায়। DIB অফিসে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।