কলকাতা: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) প্রস্তুতি খতিয়ে দেখতে ভবানীপুর গার্লস হাইস্কুলে গেলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। মাধ্যমিক পরীক্ষার্থীদের জানালেন শুভেচ্ছা। মুখ্যমন্ত্রীকে প্রণামও করলেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, মাধ্যমিক মানেই ১০ লক্ষ পরীক্ষার্থী। ফি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ে সেই সংখ্যা। কিন্তু এবারের মাধ্যমিকের তাৎপর্যপূর্ণ বিষয়, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ।পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮।
যদিও গত বছর সারাদেশের স্কুলে সমীক্ষা চালানোর পর একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। তা হল কোভিডের পর স্কুল যাওয়া পড়ুয়াদের সংখ্যা ইতিমধ্যেই কমেছে। এদিকে মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা। পরীক্ষা কেন্দ্রে অরিজিনাল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রমক ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পর্ষদের হেল্পলাইন নম্বর হল হেল্পলাইন নম্বরগুলি হল- 03323213827, 03323592274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল- 03323213089। পর্ষদের সচিবের দফতরের নম্বর- 03323213816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল-examwbbse@gmail.com।
আরও পড়ুন, 'আইনের পথেই হাঁটবেন', জেল হেফাজতের শেষে আজ ফের কোর্টে পেশ নৌশাদকে
সম্প্রতি রাজনীতির মঞ্চ থেকেও পরীক্ষা নিয়ে বার্তা দেন তিনি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দেন, 'আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না, কেউ রাস্তায় বসে পড়ল, আর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে? বাংলায় বন্ধের সংস্কৃতি উঠে গিয়েছে। পরিষ্কার করে বলছি, কোনও বন্ধ হবে না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনও বন্ধ চলবে না। সভার জন্য বিশেষ ছাড়পত্র নেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, '২৩ তারিখ থেকে পরীক্ষা আছে, কেউ বন্ধ করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে','পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না', 'বাংলায় কোনও বন্ধ হবে না','কারখানা চলবে, রাস্তা সচল থাকবে' ।