কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ফের সাত সকালে বিধ্বংসী আগুনের (fire) ঘটনা। একের পর এক ট্রান্সফর্মারে (transformer) আগুনের ঘটনায় ছড়াল চাঞ্চল্য।


জামুড়িয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড


পশ্চিম বর্ধমানের (Pashchim Bardhaman) জামুড়িয়ায় (Jamuria) ৪টি ট্রান্সফর্মারে বিধ্বংসী আগুন লাগল। আজ সকাল ৬টা নাগাদ শ্রীপুর মাছবাজার এলাকায় একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আরও ৩টি ট্রান্সফর্মারে। খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। এরপর দমকলের ২টি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


দমকলের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ৪টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভোগান্তির শিকার প্রায় হাজার দশেক মানুষ।


ব্লিচিং পাউডারের ট্রাকে আগুন


গতকাল পেট্রাপোল সীমান্তে আইসিপির ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে আগুন লেগে যায় শনিবার ভোর রাত নাগাদ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সীমান্তে। জানা গিয়েছে আগুন লেগে তিনটি ট্রাকের ক্ষয়ক্ষতি হয়েছে। একটি গাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলেও দাবি। 


আরও পড়ুন: Paschim Medinipur: আবাস যোজনায় ঘর দিতে টাকা দাবি! ফের কাঠগড়ায় তৃণমূল নেতা


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেদিন ভোর রাতে আইসিপির ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা লরি থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখতে পান কয়েকজন। তড়িঘড়ি সেখানে ছুটে যান প্রশাসনের আধিকারিকেরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, 'দাঁড়িয়ে থাকা ব্লিচিং পাউডারের গাড়ি থেকে প্রথমে আগুন লেগে যায়। পরে সেই থেকে পার্শ্ববর্তী আরও দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফলে তিনটি গাড়িই সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসনের তৎপরতা খুবই প্রশংসনীয় ছিল। তা না হলে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত।'