অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর:  ফের কাটমানির অভিযোগ। আবার কাঠগড়ায় রাজ্যের শাসক দলের নেতা। এবার আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। অভিযোগ, মেদিনীপুর শহরে আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে ৫০০ টাকা করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। যদিও অভিযোগ অস্বীকার ওই তৃণমূল নেতার। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা।


আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাটমানি নেওয়া বন্ধ করতে সম্প্রতি উদ্যোগী হয়েছেন বাঁকুড়ার (Bankura) তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান। এবার তারমধ্যেই পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে কাটমানি অভিযোগে বিদ্ধ হল রাজ্যের শাসক দল। 


কী অভিযোগ:
মেদিনীপুর পুর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের উপভোক্তাদের অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাইয়ে দিতে ৫০০ টাকা করে কাটমানি নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা দুর্জয় গোস্বামী। ডোমপাড়ার বাসিন্দা মল্লিকা খোরসেন বলেন, 'নির্বাচনের সময় তৃণমূল নেতা দুর্জয় এসেছিলেন। তিনি বলেন বাড়ি পাইয়ে দেওয়া হবে কিন্তু কাগজপত্র তৈরি করতে টাকা দিতে হবে। সেইমতো আমাদের কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত বাড়ি দেয়নি।' সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা দুর্জয় গোস্বামী। তিনি বলেন, 'এই অভিযোগ মিথ্যা। ভিত্তিহীন ও অপপ্রচার। উল্টে এলাকার লোকজনের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে কংগ্রেসের কাউন্সিলর।'


বিরোধীদের তোপ:
মেদিনীপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস (Congress) কাউন্সিলর মহম্মদ সাইফুল বলেন, 'নির্বাচনের আগে এইভাবে তৃণমূলের নেতারা বহু জায়গাতেই তোলা তুলেছে। অথচ কোনও কাজ করেনি। এবার সেই কাজ আমি করে দেবো। কারণ মানুষ আমাকে অনেক ভোট দিয়ে আশীর্বাদ করেছেন। আমি জানতে পেরেছি ওই তৃণমূল নেতা নিজের বাড়িতে পুরসভার যে বিলি করার বালতি তাও নিজের বাড়িতে মজুত করে তাতে ফুলের চারা লাগিয়ে রেখেছেন। দুর্নীতির চরম শিখরে পৌঁছে গিয়েছে ওরা।' কটাক্ষ করেছে বিজেপিও (BJP)। মেদিনীপুর সাংগঠনিক জেলার তরফে সহ সভাপতি অরূপ দাস বলেন, 'সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার জন্যে তোলাবাজি করার জন্যে। চুরি করার জন্যে। কাটমানি আদায়ের জন্য ছড়িয়ে গিয়েছে। এটাই তো কালচার তৃণমূলের নতুন তো কিছু নয়।'


যদিও এমন কোনও অভিযোগ মেলেনি বলে দাবি করেছেন মেদিনীপুর পুরসভার তৃণমূল নেতা সৌমেন খান। তিনি বলেন, 'এরকম ঘটনা নিয়ে কেউ এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও অভিযোগ করেনি। যদি অভিযোগ করে তদন্ত করে ব্যবস্থা করা হবে।' দুর্নীতি ও কাটমানি বন্ধ করতে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। কড়া বার্তা দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও উঠছে কাটমানি অভিযোগ।


আরও পড়ুন: বিজেপির অফিস থেকেই সিলিন্ডার বিলি! বেনিয়মের অভিযোগ তৃণমূলের