সুজিত মণ্ডল, নদিয়া: আগুন লেগে ভস্মীভূত হোটেল (Hotel Fire)। শুক্রবার ভোররাতে নদিয়ার (Nadia) শান্তিপুরে ঘটনাটি ঘটে। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে ভোররাতে হঠাৎ আগুন লেগে যায়।


কী ঘটেছিল?
তবে আপাতত ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। যদিও হোটেলের শেষ রক্ষা হয়নি। অগ্নিকাণ্ডে হোটেলের সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। জানা যায়, বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন। প্রসঙ্গত, হোটেলে আগুন লাগার ঘটনা একেবারে অজানা নয়। গত মার্চে খাস কলকাতায়, বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে আগুন-আতঙ্ক ছড়ায়। সে বার জে ডব্লু ম্যারিয়টের  ২৩ তলার সার্ভার রুম থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে চাঞ্চল্য তৈরি হয়। তড়িঘড়ি বের করে দেওয়া হয় ২০ ও ২১ তলের অতিথিদের। তবে দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় একঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আতঙ্ক ছড়ালেও কোনও হতাহত বা অসুস্থতার ঘটনা ঘটেনি। দোলের দিন অভিজাত হোটেলে ছিলেন অনেক অতিথি। যার মধ্যে ছিলেন বিদেশিরাও। তবে প্রায় ঘণ্টাখানেক অভিজাত হোটেলের এয়ার কন্ডিশানিং সিস্টেম বন্ধ রাখতে বাধ্য হতে হয়। পাশাপাশি গোটা হোটেলের ইলেকট্রিক সার্ভিসও বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছিল কর্তৃপক্ষ। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই হোটেলে এসে পোঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এসে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে এসে হাজির হন পুলিশের আধিকারিকরা। হোটেলেরই যে অগ্নি নির্বাপন পদ্ধতি ছিল, তার মাধ্যমেই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। যারপর সেখানে পৌঁছে গোটা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকল। প্রায় একঘণ্টা লাগে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। হোটেল কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়, হতাহতের বা অসুস্থ হয়ে পড়ার কোনও ঘটনা ঘটেনি। যদিও আগুন লাগার জেরে খানিক হুড়োহুড়ি দেখা যায় অতিথিদের মধ্যে। কয়েকজন শ্বাসকষ্টের সমস্যাও বোধ করেন। অন্যদিকে, একই দিনে আগুন লাগে হৃদয়পুরে। হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে একটি বন্ধ  দোকানে দুপুরবেলা আগুন  লাগে। আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা যায়নি। বাজারের মধ্যে অনেকগুলো দোকান থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকলের দুটো  ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। এই দোকানের পাশেই বেশ কতগুলো ব্যাঙ্ক ছিল। সঙ্গে সঙ্গে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।


আরও পড়ুন:অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে