সঞ্চয়ন মিত্র, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : শহরে ফের অগ্নিকাণ্ড (Fire ) । ভোর ৫টা নাগাদ হাজরা রোড সংলগ্ন ডোভার টেরেসে একটি বন্ধ দোকানে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয় পাশের আরও দুটি ঘর। আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৩টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, কারণ জানা যায়নি। 



অন্যদিকে জোড়াবাগানের মণ্ডল স্ট্রিটের ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত হয়ে গেল ২০টিরও বেশি ঝুপড়ি। আগুন নেভাতে গিয়ে একজন জখম হন। গতকাল রাত ১০টা নাগাদ জোড়াবাগানের পাঁপড় গলির একটি ঝুপড়িতে আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ মেলে বলে দাবি স্থানীয়দের। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম খান দমকল কর্মীরা। অবশেষে দমকলের ৮টি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন , 


রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...


গত কয়েকদিন ধরেই বাংলার বিভিন্ন অঞ্চন থেকে একের পর এক দুর্ঘটনার খবর আসছে। শুক্রবারই  সকাল ৬.১০ নাগাদ হাওড়া স্টেশনে ঢোকার মুখে লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন। এরপর ট্রেনটিকে  হাওড়া স্টেশনের বাইরে দাঁড় করিয়ে দেওয়া হয়। আতঙ্কে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে লাফ দেন অনেকে। তড়িঘড়ি ট্রেন সরিয়ে নিয়ে যাওয়া হয়।  কোনও যাত্রীর ক্ষতি হয়নি বলেই শেষ খবর । 


এর ঠিক আগে গত ১৫ ফেব্রুয়ারি, কোচবিহারে নিউ কদমতলা এলাকায় এক ৫ তলা বাড়িতে বিধ্বংসী আগুন পুড়ে মৃত্যু হয় দু’জনের। পুলিশ সূত্রে খবর, সেদিন সকালে ৫ তলার প্ল্যাট থেকে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরতে দেখেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। এরপর দমকল কর্মীরা দরজা ভেঙে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে খবর, ৫ তলার ফ্ল্যাটে মা ও ছেলে থাকতেন।  আগুনে পুড়ে তাঁদেরই মৃত্যু হয়েছে বলে পরে জানা যায়।