West Bengal News Live: দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে গুলি, আহত ১

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Feb 2022 11:34 PM
West Bengal News Live : দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে গুলি, আহত ১

দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে গুলি। দুষ্কৃতীদের হামলায় একজন গুলিবিদ্ধ, একজনের মাথায় আঘাত। ‘দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করার প্রতিশোধ নিতেই হামলা’।বিষ্ণুপুরে শ্যুটআউটের ঘটনায় অভিযোগ স্থানীয়দের ।পায়ে গুলির আঘাত, ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি আহত

WB News Live : বহরমপুরে জমজমাট ভোট প্রচার কংগ্রেসের, অলিগলি ঘুরলেন অধীর চৌধুরী

পুরভোটের বাকি আর কটা দিন। বহরমপুরে জমজমাট ভোট প্রচার কংগ্রেসের। শনিবার সকালে বহরমপুরের গোরাবাজার এলাকার অলিগলি ঘুরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ২২ থেকে ২৬ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে হেঁটে প্রচার করেন বহরমপুরের সাংসদ।

West Bengal News Live : পুরভোটের আগে কামারহাটিকে অশান্ত করার চক্রান্ত চলছে, অভিযোগ মদন মিত্রের

পুরভোটের আগে কামারহাটিকে অশান্ত করার চক্রান্ত চলছে’, বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মদন মিত্রের । ‘মদন মিত্রের নাম করে লোক চেয়ে ফোন যাচ্ছে বিভিন্ন এলাকায়, ভোটের জন্য লোক দরকার বলে ফোন যাচ্ছে নেতাদের কাছে। কামারহাটিতে বাইরের লোকের প্রয়োজন নেই, জানিয়েছি আরাবুলকে’। ভোটে অশান্তির আশঙ্কায় দাবি কামারহাটির তৃণমূল বিধায়কের

WB News Live : টিকিট না পেয়ে অভিমানে গান-বাজনায় ডুব দিলেন কাটোয়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য বারবার অনুরোধ। কাজ না হওয়ায় কালনার দুই নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। বহিষ্কার করলেও মচকাচ্ছেন না নির্দলরা। অন্যদিকে টিকিট না পেয়ে, অভিমানে গান-বাজনায় ডুব দিলেন কাটোয়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।টিকিট না পাওয়ার পর থেকে নিষ্ক্রিয় কাটোয়ার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। আপাতত গান-বাজনায় ব্যস্ত রয়েছেন সঞ্জীব মুখোপাধ্যায়। 

West Bengal News Live : আমতায় ছাত্রের রহস্যমৃত্যু, প্রতিবাদ মিছিল পার্ক সার্কাসে,মঙ্গলবার মহাকরণ অভিযানের ডাক

আমতায় ছাত্রের রহস্যমৃত্যু, প্রতিবাদ মিছিল ঘিরে রণক্ষেত্র পার্ক সার্কাস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মঙ্গলবার মহাকরণ অভিযানের ডাক। 

WB News Live : ঘুসুড়ির ধর্মতলা রোডে আগুন, আধঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে

ঘুসুড়ির ধর্মতলা রোডে আগুন। মালিপাঁচঘড়া থানার কাছে পড়ে থাকা জঞ্জালে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।  এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে পৌঁছয়।
আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে । প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, জ্বলন্ত বিড়ি বা সিগারেটের টুকরো থেকে এই ঘটনা।

West Bengal News Live : রক্তদান শিবির করতে না দিয়ে হুমকি দেওয়া হয়েছিল, আমতায় ছাত্র মৃত্যুতে বিস্ফোরক দাবি পরিবারের

মে মাসে রক্তদান শিবির করতে না দিয়ে হুমকি দেওয়া হয়েছিল আনিশকে। বাড়িতেই চলেছিল ভাঙচুর। থানায় যেতে না পেরে স্পিড পোস্টে জানানো হয়েছিল অভিযোগ। আমতায় ছাত্র মৃত্যুতে বিস্ফোরক দাবি পরিবারের।

WB News Live : পুরভোটের মুখে অর্জুন সিংহর খাস তালুক ভাটপাড়ায় বিজেপি প্রার্থীদের দলবদল

পুরভোটের মুখে অর্জুন সিংহর খাস তালুক ভাটপাড়ায় বিজেপি প্রার্থীদের দলবদল। মনোনয়নপর্ব মিটে যাওয়ার পরে পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান তিন প্রার্থীর। অর্জুনে আস্থা না থাকাতেই বিজেপিতে ভাঙন। দাবি করছে তৃণমূল। আমল দিতে নারাজ ব্যারাকপুরের বিজেপি সাংসদ

West Bengal News Live : দু’দিনে শতাধিক নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

নরমে-গরমে পুরোপুরি হয়নি কাজ। পুরভোটের লড়াই থেকে সরে না আসায় দু’দিনে শতাধিক নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। দল চরম বার্তা দিলেও, মচকাচ্ছেন না বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের নিয়ে তৃণমূলের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

WB News Live : প্রায় ৪৫ মিনিট পর অবরোধ উঠল পার্ক সার্কাসে

আমতায় ছাত্রের রহস্যমৃত্যু, প্রতিবাদ মিছিল ঘিরে রণক্ষেত্র পার্ক সার্কাস। মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাস্তা আটকে বিক্ষোভ। প্রায় ৪৫ মিনিট পর অবরোধ উঠল

West Bengal News Live : এলগিন রোডের হত্যাকাণ্ডের কিনারা এখনও অধরা

এখনও হয়নি এলগিন রোডের হত্যাকাণ্ডের কিনারা। উত্তর ভারতের পাশাপাশি প্রতিবেশী একাধিক রাজ্যে অভিযান চালিয়েও খোঁজ মেলেনি আততায়ীর। এই অবস্থায়, গোয়েন্দাদের অনুমান, খুনি সম্ভবত অন্যের নামে সিমকার্ড ব্যবহার করেছে।

WB News Live : বিধাননগর পুরসভার টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণা, গ্রেফতার ১

ভুয়ো ওয়েবসাইট খুলে বিধাননগর পুরসভার টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। দমদম থেকে চক্রের অন্যতম পাণ্ডা চন্দ্রিম বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আরও এক অভিযুক্তর খোঁজ চলছে। 

West Bengal News Live : আমতায় ছাত্রের রহস্যমৃত্যু, প্রতিবাদ মিছিল ঘিরে রণক্ষেত্র পার্ক সার্কাস

আমতায় ছাত্রের রহস্যমৃত্যু, প্রতিবাদ মিছিল ঘিরে রণক্ষেত্র পার্ক সার্কাস। মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাস্তা আটকে বিক্ষোভ

WB News Live : আমতায় ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনার আঁচ কলকাতায়, পড়ুয়াদের মিছিল, অবরুদ্ধ পার্কসার্কাস

পুলিশের পোশাকে বাড়িতে এসে তিনতলা থেকে ঠেলে ফেলে দিয়ে যুবককে খুনের অভিযোগ। হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় উত্তেজনা। মৃতের নাম আনিস খান। পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতি ও বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হন আনিস। ঘটনার আঁচ কলকাতায়। পার্ক সার্কাসে পড়ুয়াদের মিছিল

West Bengal News Live : লাউঞ্জ বারের আড়ালে গভীর রাত পর্যন্ত হুক্কা বার, মালিক সহ গ্রেফতার ৫

লাউঞ্জ বারের আড়ালে গভীর রাত পর্যন্ত চলছিল হুক্কা বার। গোপন সূত্রে এই খবর পেয়ে সার্ভে পার্ক থানা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এক মালিক সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।  কারা আসত ওই হুক্কা বারে, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

WB News Live : কামারহাটিতে একসঙ্গে প্রচারে সৌগত রায়, মদন মিত্র

বিতর্ক দূরে সরিয়ে এবার কামারহাটিতে একসঙ্গে প্রচারে সৌগত রায়, মদন মিত্র। কামারহাটি মোড় থেকে কামারহাটি পাঁচমাথার মোড় পর্যন্ত হুডখোলা গাড়িতে প্রচার। ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন দমদমের সাংসদ ও কামারহাটির বিধায়ক। মদনের সঙ্গে কোনও সমস্যা নেই, দাবি সৌগতর। একই দাবি মদনেরও।

West Bengal News Live : খাস কলকাতায় ৪ কোটি ‘কালো’ টাকা উদ্ধার

খাস কলকাতায় ৪ কোটি ‘কালো’ টাকা উদ্ধার। হাতিবাগান এলাকা থেকে নগদ ৪ কোটি টাকা উদ্ধার করল শুল্ক দফতর।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুল্ক দফতরের, আটক ২

WB News Live : তৃণমূল থেকে বহিষ্কৃতদের এবার সরাসরি বিজেপিতে আমন্ত্রণ সৌমিত্র খাঁর

তৃণমূল থেকে বহিষ্কৃতদের এবার সরাসরি বিজেপিতে আমন্ত্রণ সৌমিত্র খাঁর। পদ্ম-শিবিরে যোগ দিয়ে বিজেপির হাত শক্ত করার ডাক।সৌমিত্রর মন্তব্যকে গুরুত্বে নারাজ তৃণমূল

West Bengal News Live : তৃণমূল কর্মী হয়েও নির্দল প্রার্থী, ৪ জেলায় ৩৮জন বহিষ্কার

তৃণমূল কর্মী হয়েও নির্দল প্রার্থী, ৪ জেলায় ৩৮জন বহিষ্কার। উত্তর দিনাজপুরে ১৩জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল।১৩জন নির্দল প্রার্থী-সহ ২২জনকে বহিষ্কার করল তৃণমূল।হুগলিতে ৯জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল।ডালখোলার ৭জন, ইসলামপুরে ৫জন, কালিয়াগঞ্জের ১জন প্রার্থী বহিষ্কৃত।মালদা, পূর্ব বর্ধমানে আজই ১৬জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে বহিষ্কার

WB News Live : ২ হাজার ভোটে জিতলেই হবে, ২ হাজারকে ২ হাজার ৫০ করতে যাবেন না,দলীয় বৈঠকে অরূপ বিশ্বাস

‘২ হাজার ভোটে জিতলেই হবে, ২ হাজারকে ২ হাজার ৫০ করতে যাবেন না। ২ হাজার ভোটে জিতলেই হবে, এটাই মমতার নির্দেশ, এটাই গণতন্ত্রের পুজো’। বর্ধমানে প্রার্থীদের নিয়ে দলীয় বৈঠকে কড়া বার্তা অরূপ বিশ্বাসের

West Bengal News Live : উত্তর দিনাজপুরে ১৩জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

উত্তর দিনাজপুরে ১৩জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। ১৩জন নির্দল প্রার্থী-সহ ২২জনকে বহিষ্কার করল তৃণমূল।ডালখোলার ৭জন, ইসলামপুরে ৫জন, কালিয়াগঞ্জের ১জন প্রার্থী বহিষ্কৃত।মালদা, পূর্ব বর্ধমানে আজই ১৬জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে বহিষ্কার

WB News Live : গভীর ষড়যন্ত্র না থাকলে এভাবে টাকা আত্মসাৎ হত না, এবিজি শিপইয়ার্ডের ব্যাঙ্ক-দুর্নীতি নিয়ে সরব তৃণমূল

এবিজি শিপইয়ার্ডের ব্যাঙ্ক-দুর্নীতি নিয়ে সরব তৃণমূল। সুখেন্দু শেখর রায় বলেছেন,  ‘২০১৬-র জুলাই মাসে এবিজি শিপইয়ার্ডকে এনপিএ ঘোষণা।
একবছর পর কোম্পানি ল’ ট্রাইবুনালে পাঠায় রিজার্ভ ব্যাঙ্ক। গভীর ষড়যন্ত্র না থাকলে এভাবে টাকা আত্মসাৎ করতে পারত না’

West Bengal News Live : পুলিশের পোশাকে বাড়িতে এসে তিনতলা থেকে ঠেলে ফেলে দিয়ে যুবককে খুনের অভিযোগ

পুলিশের পোশাকে বাড়িতে এসে তিনতলা থেকে ঠেলে ফেলে দিয়ে যুবককে খুনের অভিযোগ। হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় উত্তেজনা। মৃতের নাম আনিস খান। পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতি ও বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হন আনিস। 

WB News Live : গতকালের অশান্তির পর কাঁথিতে আজ ফের প্রচারে শুভেন্দু

গতকালের অশান্তির পর কাঁথিতে আজ ফের প্রচারে শুভেন্দু। গতকাল শুভেন্দুর রক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন সুপ্রকাশ গিরি।সুপ্রকাশকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন শুভেন্দু, দাবি বিজেপির।উস্কেছেন সুপ্রকাশ, দাবি শুভেন্দুর।মারধর করেছেন শুভেন্দুর রক্ষীরাই, ফের দাবি মন্ত্রীপুত্র সুপ্রকাশের

West Bengal News Live : পুরভোটের আগে দিনহাটায় শ্যুটআউট, তৃণমূল প্রার্থীর স্বামীকে ‘গুলি’

পুরভোটের আগে দিনহাটায় শ্যুটআউট, তৃণমূল প্রার্থীর স্বামীকে ‘গুলি’। বিজেপি নেতার বাড়ির সামনেই তৃণমূল প্রার্থীর স্বামীকে ‘গুলি’।‘গুলিবিদ্ধ’ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীর স্বামী।গুরুতর আহত বিজু দাস, দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি।দিনহাটা থানার সামনে উদয়নের নেতৃত্বে বিক্ষোভে তৃণমূল।কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই আহত নেতা, দাবি তৃণমূলের 

WB News Live : BJP প্রার্থী দিতে না পারার জন্য তৃণমূলের সন্ত্রাসকেই দায়ী করলেন দিলীপ ঘোষ

সাংগঠনিক দুর্বলতা নয়, পুরভোটে প্রতিটি ওয়ার্ডে প্রার্থী দিতে না পারার জন্য তৃণমূলের সন্ত্রাসকেই দায়ী করলেন দিলীপ ঘোষ। কৃষ্ণনগরে ভোটপ্রচারে এসে এদিন চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সেখানে তিনি বলেন, বীরভূম ও ডায়মন্ড হারবারের ৩টি পুরসভায় মনোনয়নই জমা দিতে দেয়নি। সন্ত্রাস না করলে তৃণমূল জিততে পারবে না। দিলীপ ঘোষ দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী নেই বলে অনেকেই প্রার্থী হচ্ছেন না। তৃণমূল ৯০ শতাংশ ভোট পাচ্ছে, গণতন্ত্রে এটা হয়? শাসকদলকে কটাক্ষ দিলীপ ঘোষের। 

West Bengal News Live : পুরভোটের মুখে জলপাইগুড়িতে পোড়ানো হল বিরোধীদের ব্যানার ফ্লেক্স

পুরভোটের মুখে জলপাইগুড়িতে পোড়ানো হল বিরোধীদের ব্যানার ফ্লেক্স। অভিযোগ তির শাসক দলের বিরুদ্ধে। ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত ইংরেজবাজার। একই অভিযোগ উঠেছে খড়গপুর ও মেদিনীপুর পুর এলাকাতেও। 

West Bengal News Live : হুক্কা বারে হানা, ধৃত ৫

সার্ভে পার্ক থানা এলাকায় এক লাউঞ্জ বারে লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ তল্লাশি অভিযান চালাল। বেআইনিভাবে হুক্কা বার চালানোর অভিযোগে গ্রফতার করা হল এক মালিক সহ ৫ জনকে।  কারা আসত ওই হুক্কা বারে, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

West Bengal News Live : বহরমপুরে ভোট প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

পুরভোটের বাকি আর কটা দিন। বহরমপুরে জমজমাট ভোট প্রচার কংগ্রেসের। শনিবার সকালে বহরমপুরের গোরাবাজার এলাকার অলিগলি ঘুরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ২২ থেকে ২৬ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে হেঁটে প্রচার করেন বহরমপুরের সাংসদ।

West Bengal News Live : আজ ফের কাঁথিতে পুরভোটের প্রচারে শুভেন্দু অধিকারী

গতকালের বিক্ষোভের পরে আজ ফের কাঁথিতে পুরভোটের প্রচারে শুভেন্দু অধিকারী। এদিন কাঁথির ২ ও ১২ নম্বর ওয়ার্ডে প্রচার করেন বিরোধী দলনেতা। বাড়ি বাড়ি ঘুরে প্রার্থীদের নিয়ে প্রচারে যান তিনি। প্রচারে বেরিয়ে কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি ও পুরভোটের প্রার্থী সুপ্রকাশ গিরিকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী।

West Bengal News Live : দিনহাটায় তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে ‘গুলি’

দিনহাটায় তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে ‘গুলি’ । ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিঠু দাসের স্বামীকে লক্ষ্য করে ‘গুলি’ । বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ । গুরুতর আহত বিজু দাস । দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন

West Bengal News Live : কালনায় পুরভোটের আগে বহিষ্কৃত তৃণমূলের আরও ২ বিক্ষুব্ধ নির্দল

বার্তার পরেও নির্দল হয়ে ভোটে লড়ার সিদ্ধান্তে অনড়। কালনায় পুরভোটের আগে বহিষ্কৃত তৃণমূলের আরও ২ বিক্ষুব্ধ নির্দল। 

West Bengal News Live : কলকাতার প্রোমোটারকে বারুইপুরে পিটিয়ে খুন

কলকাতার প্রোমোটারকে বারুইপুরে পিটিয়ে খুন। গ্রেফতার এক মহিলা সহ ৩, আটক ২। চোর সন্দেহে গণপিটুনিতেই খুনের অনুমান। প্রেমিকাকেও জিজ্ঞাসাবাদ।

West Bengal News Live Update : শিলিগুড়ি পুরসভার চেয়ারপার্সন হলেন প্রতুল চক্রবর্তী

মেয়রের পর এবার শিলিগুড়ি ও চন্দননগরের চেয়ারপার্সনের নাম ঘোষণা । শিলিগুড়ি পুরসভার চেয়ারপার্সন হলেন প্রতুল চক্রবর্তী । চন্দননগর পুরসভার চেয়ারপার্স স্নিগ্ধা রায় । শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী

West Bengal News Live : পুরভোটের আগে কালনায় ২ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

পুরভোটের আগে কালনায় ২ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। যদিও এরপরও ভোটে লড়ার সিদ্ধান্তে অনড় বিক্ষুব্ধরা।৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বিনয় দত্ত ও ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অভিজিৎ দলুই, দু’ জনেই এবার দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। গতকাল মন্ত্রী ও জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সঙ্গে জেলা সভাপতির বৈঠকের পর, দুই নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা জানিয়েছেন, দল যা মনে করেছে সেটাই করেছে। তবে তাঁরা ভোটের প্রচার চালিয়ে যাবেন। 

West Bengal News Live : পুলিশের পোশাকে বাড়িতে এসে যুবককে খুনের অভিযোগ

পুলিশের পোশাকে বাড়িতে এসে যুবককে খুনের অভিযোগ। হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় উত্তেজনা। মৃতের নাম আনিস খান। পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া কলকাতাতেই থাকতেন। দিনতিনেক আগে আমতার বাড়িতে যান। গতকাল এলাকায় একটি জলসায় যান আনিস। অভিযোগ, সেখান থেকে ফেরার পর, রাত ১টা নাগাদ আমতা থানা থেকে আসছি বলে পুলিশের পোশাকে বাড়িতে ঢোকে চারজন। একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বাবাকে ভয় দেখিয়ে আটকে রেখে আনিসকে নিয়ে তিনতলার ছাদে উঠে ঠেলে ফেলে দেওয়া হয়। কাজ মিটে গেছে বলে জানিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ। এলাকায় প্রতিবাদী বলে পরিচিত ছিলেন আনিস। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগসূত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে আমতা থানার পুলিশ। 

Bengal News Live Update : বেআইনিভাবে হুক্কা বার চালানোর অভিযোগে গ্রেফতার মালিক-সহ ৫

সার্ভে পার্ক এলাকায় লাউঞ্জ বারে কলকাতা গোয়েন্দা পুলিশের তল্লাশি অভিযান। বেআইনিভাবে হুক্কা বার চালানোর অভিযোগে গ্রেফতার মালিক-সহ ৫। গতকাল গভীর রাতে বাইপাস লাগোয়া সার্ভে পার্কের লাউঞ্জ বারে তল্লাশি চালায় পুলিশ।

Bengal News Live : গরুপাচারকাণ্ডে এবার এনামুল হককে গ্রেফতার করল ইডি

গরুপাচারকাণ্ডে এবার এনামুল হককে গ্রেফতার করল ইডি । সিবিআইয়ের পর এনামুলকে গ্রেফতার করল ইডি ।  দিল্লির ইডির সদর দফতরে জেরার পর গ্রেফতার । ‘গরুপাচারের তদন্তে উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম’  । ‘গরুপাচারের কোটি কোটি অবৈধ টাকা কোথায়? জানতে হেফাজত প্রয়োজন’ । আজই আদালতে এনামুলকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি: সূত্র

Bengal News Live : পুলিশের পোশাকে বাড়িতে এসে যুবককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ

পুলিশের পোশাকে বাড়িতে এসে যুবককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ। হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় উত্তেজনা। মৃতের নাম আনিস খান।

Bengal News Live Updates : ক্যাফেটেরিয়ায় তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা-সহ ৫ জনকেই জামিন

যোধপুর পার্কের ক্যাফেটেরিয়ায় তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা-সহ ৫ জনকেই জামিন দিল আদালত। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কেন জামিন যোগ্য ধারা প্রয়োগ করা হল, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আশঙ্কিত ক্যাফেটেরিয়ার কর্ণধার, সুরাহার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। ঘটনাটি নিয়ে চলছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live : সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামে মা ও ছেলের রহস্য মৃত্যু, ঠিক কী ঘটেছিল

গতকাল সকালে তাঁকে শেষবার দেখেন প্রতিবেশীরা। এরপর সন্ধেয় গৌতমের স্ত্রী ফেরার পর, বাড়ি থেকে সাড়া না মেলায় দরজা ভাঙা হয়। খাবার ঘর থেকে উদ্ধার হয় গৌতমের দেহ। পাশের ঘরে বিছানায় গৌতমের মায়ের মৃতদেহ মেলে। স্থানীয় সূত্রে খবর, শেয়ার বাজারে কাজ করতেন গৌতম। সম্প্রতি আর্থিক অনটন চলছিল। তার জেরেই মাকে মেরে তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি পারিবারিক সমস্যার কারণে এই ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News Live : সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামে মা ও ছেলের রহস্য মৃত্যু

সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামে মা ও ছেলের রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার জোড়া দেহ। মৃত তপতী ও তাঁর ছেলে গৌতম পুরকায়স্থ। স্থানীয় সূত্রে খবর, চলতি সপ্তাহে গৌতম স্ত্রী, সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ির একটি অনুষ্ঠানে যান। বুধবার একাই ফিরে আসেন গৌতম

Bengal News Update : প্রোমোটারকে পিটিয়ে মারার ঘটনায় এক মহিলা-সহ ৫ জনকে আটক করেছে পুলিশ

বারুইপুরের বেগমপুরে প্রোমোটারকে পিটিয়ে মারার ঘটনায় এক মহিলা-সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। নেতাজিনগরের বাসিন্দা প্রোমোটার অভীক মুখোপাধ্যায়ের সঙ্গিনী প্রিয়ঙ্কা সরকারকেও গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে এক মহিলা-সহ পাঁচ গ্রামবাসীকে আটক করে বারুইপুর থানার পুলিশ। চোর সন্দেহে গণপিটুনিতেই মৃত্যু হয়েছে প্রোমোটারের, এখনও পর্যন্ত এমনটাই মনে করছে পুলিশ। 

Bengal News Live : শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল। পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলেই, শুভেন্দুর প্রচারে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। পাল্টা দাবি বিজেপির।

West Bengal News Live : প্রোমোটারকে পিটিয়ে মারার ঘটনায় এক মহিলা-সহ ৫ জনকে আটক করেছে পুলিশ

বারুইপুরের বেগমপুরে প্রোমোটারকে পিটিয়ে মারার ঘটনায় এক মহিলা-সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। নেতাজিনগরের বাসিন্দা প্রোমোটার অভীক মুখোপাধ্যায়ের সঙ্গিনী প্রিয়ঙ্কা সরকারকেও গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজেপিতেই আছেন, দাবি দলত্যাগী বিধায়ক বিশ্বজিৎ দাসের

মুকুল রায়ের পর এবার বিশ্বজিৎ দাস। বাগদার দলত্যাগী বিধায়কের দাবি, তিনি বিজেপিতেই আছেন। অথচ, গত ৩১ অগাস্ট পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিতে দেখা যায় তাঁকে। সদস্যপদ বাতিল হয়ে যাবে ভয়ে নাটক করছেন বিশ্বজিৎ। কটাক্ষ দিলীপ ঘোষের।

Bengal Fire Update : জোড়াবাগানের মণ্ডল স্ট্রিটের ঝুপড়িতে বিধ্বংসী আগুন

জোড়াবাগানের মণ্ডল স্ট্রিটের ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ২০টিরও বেশি ঝুপড়ি। আগুন নেভাতে গিয়ে একজন জখম হন। গতকাল রাত ১০টা নাগাদ জোড়াবাগানের পাঁপড় গলির একটি ঝুপড়িতে আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ মেলে বলে দাবি স্থানীয়দের। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম খান দমকল কর্মীরা। অবশেষে দমকলের ৮টি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

West Bengal News Live : 'সিলিন্ডার বিস্ফোরণ' , ডোভার টেরেসে দোকানে আগুন

শহরে ফের অগ্নিকাণ্ড। ভোর ৪টে নাগাদ গড়িয়াহাটের ডোভার টেরেসে হাজরা রোড সংলগ্ন একটি দোকানে আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে দাবি স্থানীয়দের। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

West Bengal News Live : ১০ জেলায় ৭০জনকে বহিষ্কার করল তৃণমূল

কড়া বার্তার পরে জেলায় জেলায় পদক্ষেপ। ১০ জেলায় ৭০জনকে বহিষ্কার করল তৃণমূল। সবচেয়ে বেশি নদিয়ায় ২১জনের বিরুদ্ধে পদক্ষেপ। 

প্রেক্ষাপট

কলকাতা : তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে থাকলেন অভিষেকই (Abhishek Banerjee) । জাতীয় স্তরে একাধিক কমিটি গঠন। সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।


দলের অন্দরে গুরুত্ব বাড়ল ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যর। তৃণমূলনেত্রী এবং জাতীয় কর্মসমিতির মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন ফিরহাদ হাকিম। জাতীয় কর্মসমিতি গঠনের পর, প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনা এবং এক ব্যক্তি এক পদ নিয়ে বিতর্কের আবহে 


গত শনিবার ২০ সদস্যের জাতীয় কর্মসমিতি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সঙ্গে জাতীয় স্তরের সমস্ত শীর্ষপদের অবলুপ্তি ঘটান তিনি। এরপর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, ২০২৪’এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে, তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে কি কোনও রদবদল করা হবে? শুক্রবার জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, 



সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।  তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হচ্ছেন যশবন্ত সিন্হা, সুব্রত বক্সী এবং চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্যর পাশাপাশি তৃণমূলের অন্দরে গুরুত্ব বাড়ল ফিরহাদ হাকিমের। তাঁর জন্য সংগঠনে নতুন পদ তৈরি করা হল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় কর্মসমিতির মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন তিনি। 


গুরুত্ব বেড়েছে অরূপ বিশ্বাসেরও, তাঁকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে তিনটি সংক্ষিপ্ত বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটকের সঙ্গে এবং শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তৃণমূল সূত্রে খবর, এরপর জাতীয় কর্মসমিতির প্রায় একঘণ্টার বৈঠকে, তৃণমূলনেত্রী পঁচিশ মিনিট বলেন। তিনি স্পষ্ট বার্তা দেন, 


নবীন-প্রবীণকে একসঙ্গে চলতে হবে। নবীনদের যেমন দরকার, তেমন এটাও মনে রাখতে হবে, যে Old is Gold। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল গরিবের পার্টি। তাই বৈভব ত্যাগ করতে হবে। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাও দেন যে সামাজিক মাধ্যমে ব্যক্তিপ্রচার চলবে না। দলের প্রচার করতে হবে। এক ব্যক্তি এক পদ নিয়ে সোশাল মিডিয়ায় প্রচার ঘিরে বিতর্কের আবহে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।   

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.