রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভরদুপুরে সুতিতে (Suti) বিধ্বংসী আগুনে (Fire) পুড়ল প্রায় ১০টি বাড়ি। খবর ছড়াতেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন (Fire Tender) পৌঁছয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দশটি বাড়ি ছারখার হয়ে গিয়েছে।
কী ঘটেছিল?
মঙ্গলবার দুপুরে রান্না করার সময় আগুন ছড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সুতির বাহগলপুর এলাকায়। বাড়িতে মজুত করা পাটকাটি থেকে আগুন ছড়িয়ে পড়েছিল লাগোয়া একের পর এক বাড়িতে। আগুনে পুড়ে যায় প্রায় ১০টি বাড়ি। প্রথমে আগুন নেভাতে এগিয়ে এসেছিলেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে পৌছয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভরদুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একই দিনে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তালাই মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতেও আগুন লেগেছিল। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা ওই লরিতে আগুন লেগে যায়। পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, দুর্ঘটনাগ্রস্থ একটি লরি দীর্ঘ কয়েক বছর ধরে তালাই মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে রাখা ছিল। মঙ্গলবার দুপুরে হঠাতই দাঁড়িয়ে থাকা লরিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবী যেখানে গাড়ি দাঁড় করানো ছিল, ঠিক তাঁর পাশের ঘাসে আগুন জ্বলছিল। দমকলের প্রাথমিক ভাবে ধারণা, সেখান থেকেই হয়তো আগুন লেগে যায় লরিতে। ঘটনাচক্রে এদিনই গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন।
কাঠের গুদামে আগুন
স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মপুরের ওই কাঠের গুদামে আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গুদাম। আশেপাশে অনেক বাড়ি ও দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় মানুষ আতঙ্কিত। তাঁরাই বাড়ি থেকে বালতি করে জল তুলে এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় মানুষের অভিযোগ, দমকলের ইঞ্জিন পাঠাতে বেশ কিছুটা দেরি হয়। ততক্ষণে দাহ্য কাঠে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে দমকলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। আগুন নেভাতে কার্যত হিমশিম খান দমকল কর্মীরা। এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । তিনি যদি ওবলেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনাটাই লক্ষ। ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন:আদালতে যেতেই মিলল স্বীকৃতি, জাতীয় দল হয়ে ’২৪-এর দৌড়ে এগিয়ে গেল AAP