শান্তনু নস্কর, ক্যানিং: ক্যানিংয়ের (Canning) মাতলা ব্রিজের কাছে ভয়াবহ আগুন। ভস্মীভূত ১০-১২টি দোকান। কয়েকলক্ষ টাকা ক্ষতির আশঙ্কা। গতকাল গভীর রাতে মাতলা ব্রিজের কাছে একটি দোকান থেকে পরপর কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
মাতলা ব্রিজের কাছে ভয়াবহ আগুন: কালো ধোঁয়ায় ঢাকল আকাশ। কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ জ্বলছে একের পর এক দোকান। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল দোকানগুলি। আশপাশে জনবসতি থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অন্যদিকে, কুদঘাটে প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ আগুন। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। আশপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে। স্থানীয়দের দাবি, আজ ভোর ৫টা নাগাদ ২৭ নম্বর বাবুরাম ঘোষ রোডে প্রযোজনা সংস্থা এস কে মুভিজের গুদাম দাউদাউ করে জ্বলে ওঠে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে পাঁচিল ও লোহার ছাউনি। ফিল্মের রিল, শ্যুটিংয়ের নানা সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। আশপাশে বাড়িঘর থাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দমকলের বিরুদ্ধে দেরিতে আসা এবং গুদামে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না বলে স্থানীয়দের অভিযোগ। সকালে এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
দিনকয়েক আগে ক্যামাক স্ট্রিটে. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের উল্টোদিকে পানশালা কাম রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। রাত ৩টে নাগাদ আগুন লাগে। সেইসময় পানশালা বন্ধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছিলেন। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা পানশালা। আশপাশে জনবসতি থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। যদিও কোথাও কোথাও ধিকিধিকি আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, দমকল কর্মীদেরও বেগ পেতে হয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Calcutta High Court : মোমিনপুরের ঘটনার তদন্তে কি NIA? কেন্দ্রের কাঁধে দাায়িত্ব কলকাতা হাইকোর্টের