আবির দত্ত, কলকাতা: সপ্তাহের শুরু, নিত্যদিনের মতোই ব্যস্ত সড়ক। তবে এর মাঝেই হঠাৎ বিপত্তি। মা উড়ালপুলের উপর আগুন লেগে যায় সোমবার সকালে। ফলে অফিসটাইমে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ দিন দেখা যায়, মা উড়ালপুলের একটি অংশে হঠাৎই আগুন চোখে পড়ে।
ঠিক কী হয়েছিল: সায়েন্সসিটির দিক থেকে এসএসকেএম হাসপাতালে যাওয়ার রাস্তার একটি অংশে জঞ্জালের স্তুপ ছিল। সেখানেই আগুন লাগে। সেখানে বেশ কিছু তার থাকায় সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে তাতেই চাঞ্চল্য ছড়ায়।
অফিসটাইমে যানজট: প্রায় ১০ মিনিটেরও বেশি সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বেশ কিছুক্ষণের চেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে আগুন। যান চলাচলও স্বাভাবিক হয়েছে।
মা উড়ালপুলে দুর্ঘটনা: আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে, কখনও মাঞ্জা সুতোয় প্রাণহানী, কখনও আবার গাড়ি দুর্ঘটনা। সম্প্রতি রাতের শহরে গতির শিকার হন এক ব্যক্তি। মা উড়ালপুলে (Maa Flyover) বেপরোয়া গতিতে তিনি মোটর সাইকেল (Motorbike Accident) ছোটাচ্ছিলেন বলে অভিযোগ। উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু (Death) হয়েছে বলে জানা গিয়েছে (Road Accident)। গুরুতর আহত অন্য আর এক জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।
মা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা: রাতে মা উড়ালপুল এবং এজেসি বসু রোডের সংযোগ স্থলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, সায়েন্স লিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে মোটর সাইকেলটি।
বাঁকুড়াতে বিস্ফোরণ: এর আগে বাঁকুড়াতে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ (Cylinder Blast) ঘটে। অল্পের জন্য রক্ষা পান গৃহস্থ। সিলিন্ডারে আগুন লেগে যাওয়ার পর ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ হয়। বাঁকুড়ার ঘটনার সময়ের ভিডিও ভাইরাল হয়েছিল।
কীভাবে ঘটে এমন অঘটন? গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ বাঁকুড়ায় (Bankura)। কিন্তু ভাগ্যক্রমে সেই বিস্ফোরণের আগেই সেই সিলিন্ডারটিকে বাইরে বের করে নিয়ে যান গৃহস্থ। অল্পের জন্য প্রাণ বাঁচে তার।
ঘটনা বাঁকুড়ার ইন্দপুর থানার গুন্নাথ গ্রামের। ওই গ্রামের বসিন্দা রামমোহন চক্রবর্তীর বাড়িতে এদিন গ্যাসের সিলিন্ডারে আচমকা আগুন লেগে যায়। অঘটন টের পেয়ে গ্যাসের সিলিন্ডারটিকে তড়িঘড়ি বাইরের ফাঁকা জায়গায় বের করে দেওয়া হয়। তার ঠিক কিছুক্ষণ পরেই বিকট শব্দে সকলের সামনে ভয়ঙ্করভাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে যায়। উপস্থিত বুদ্ধির জোরে ঘটনায় বড়সড় বিপদের থেকে রক্ষা পেয়েছে ওই পরিবার।