ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রাঁচি থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন-আতঙ্ক (Ranchi Howrah Intercity Express)। আজ সকালে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই বি-টু কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাড়খণ্ডের জনহা স্টেশনের কাছে আজ সকাল ৬টা ২০-তে এই ঘটনা ঘটে।যদিও রেলের দাবি, আগুন নয়, ব্রেকে যান্ত্রিক গোলযোগের কারণেই ধোঁয়া বেরিয়েছিল। রেলের ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে রেলের তরফে জানানো হয়েছে।
রাঁচি থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন-আতঙ্ক
ঘড়ির কাঁটায় তখন সকাল ৬ টা। রাঁচি থেকে ছাড়ে হাওড়াগামী এই ইন্টারসিটি এক্সপ্রেস। এবং ছাড়ার কিছুক্ষণ পরেই , ৬ টা ২০ নাগাদ ট্রেনটি যখন ঝাড়খণ্ডের জনহা স্টেশনের কাছে এসে পৌঁছয়, তখনই আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থামিয়ে দেওয়া হয়, জনহা স্টেশনের কাছে। রেলের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে কামরার নিচে ধোঁয়ার উৎসস্থল খুঁজে সেগুলি ব্যবহার করেন। তারপর পরবর্তী জংশন স্টেশনে নিয়ে আসা হয়।
ঠিক কী হয়েছিল ?
এরপর রেলের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা ট্রেনটিকে ভাল করে খতিয়ে দেখেন। রেলের দাবি, ধোঁয়া বের হওয়ার কারণ কিন্তু আগুন নয়। মূলত ব্রেকে যান্ত্রিক গোলযোগের কারণেই ওই ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। তীব্র গরম আর ঘর্ষণের ফলেই ধোঁয়া বের হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেলের বক্তব্য, ইতিমধ্য়েই তা মেরামত করা হচ্ছে। যাত্রীরা নিরাপদে রয়েছেন। কোনও অসুবিধা নতুন করে তৈরি হয়নি বলেই জানা গিয়েছে। এই মুহূর্তে ট্রেনটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনের হাওড়ার পথে রওনা দেবে। গতবছর একটি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখী হয়েছিল ভারতীয় রেল। মুম্বই-শোলাপুর বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল। স্টেশন চত্বরজুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক।
আরও পড়ুন, কলকাতার থেকে পেট্রোল সস্তা কোন শহরে ? বাংলার বাইরে জ্বালানি কত ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।