কলকাতা: কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের দু জায়গায় আগুন লাগল। গতকাল রাতে তারাতলা আগুন লাগে। পুড়ে ছাই পরিত্যক্ত কেপিটি কোয়ার্টার্স লাগোয়া এলাকা। ভস্মিভূত প্রায় ২৫টি ঝুপড়ি। অন্যদিকে চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


 



গতকাল সন্ধে ৭টা নাগাদ তারাতলায় CPT কলোনিতে ঝুপড়িতে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২৫টি ঝুপড়ি। মাথার ওপর ছাদ হারিয়েছেন বেশ কিছু মানুষ। আশ্রয় তো গেছেই, যথাসর্বস্ব খুইয়েছেন ঝুপড়িবাসীরা। ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে গতকাল রাত ১টা নাগাদ চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। সেখান থেকে পাশের পরিত্যক্ত জমিতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আধঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী থেকে আগুন, এখনও জানা যায়নি।


এদিকে বোলপুরে বহুতলে বিধ্বংসী আগুনে লাগে। গতকাল সন্ধে সাড়ে ৬টা নাগাদ বোলপুরের বাঁধগোড়ায় পাঁচতলা বহুতলের গ্যারাজে মিটার বক্স থেকে আগুন ছড়ায়। তাতে পুড়ে মৃৃত্যু হয়েছে প্রৌঢ় দম্পতির। অগ্নিকাণ্ডের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পুড়ে মারা যান বৃদ্ধ তাঁর স্ত্রী। এছাড়াও দুই শিশু-সহ ৫ জন আহত।  গ্যারাজে রাখা বাইক পুড়ে যাওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বহুতলের সামনে দোকান, চারপাশ ঘেরা, আগুন লাগার পর গ্যারাজ কার্যত জতুগৃহে পরিণত হয়। প্রোমোটারের গাফিলতি কি না তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ।


আরও পড়ুন: Maipaith Tiger Fear: ধরা পড়ল রয়্যাল বেঙ্গল, বন দফতরের পাতা খাঁচায় বন্দি পূর্ণবয়স্ক বাঘ