কলকাতা :  ঘোষণা হয়ে গেল কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন -



  • ‘কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়’

  • ‘কলকাতা পুরসভার দলনেতা ফিরহাদ হাকিম’

  • ‘ডেপুটি মেয়র অতীন, মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন’

  • ‘১৬-র মধ্যে ৯টি বরো কমিটির দায়িত্বে থাকছেন মহিলারা’

  • ‘পারফরমেন্স দেখব রিভিউ করব’

    আরও পড়ুন :

    কলকাতা পুরসভার নতুন দলনেতা ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ



    পরবর্তী মেয়র হিসেবে নাম ঘোষণা হওয়ার পর ফিরহাদ হাকিম জানালেন , 

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তাঁর নির্দেশ পালন করব।

  • এটাই আমি করে যাব

  • ম্যানিফেস্টো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব 

  • সবাইকে নিয়েই কাদ করব 

  • সবাই আমার পার্টির সহকর্মী, সবাই একসঙ্গে কাজ করব।

  • দিদিকে প্রণাম করলাম। উনি বললেন , ভাল করে কাজ করো। 

    বিধানসভা ভোটে কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর পরিবহণমন্ত্রী হন ফিরহাদ হাকিম। তারপর পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ফল বেরোতে দেখা যায়, ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি। শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তাঁকেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান করা হয়। 

    এদিনের বৈঠক থেকে মমতা সাফ জানান, "পার্টিকে সাবোটাজ করে জেতার কথা ভাবলে বলব, গেম ইজ নট ইজি। ৪০ জন নতুন কাউন্সিলরকে ভাল করে কাজ শিখতে হবে।" অন্যদিকে, বাকি পুরসভাগুলির ভোট দু’দফায় করতে চায় নির্বাচন কমিশন, হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি প্রথম দফা, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ভোট করাতে চায় কমিশন। প্রথম দফায় হাওড়া, বিধাননগর শিলিগুড়ির ভোট করাতে চায় কমিশন। প্রথম দফায় আসানসোল, চন্দননগরের ভোটও করাতে চায় কমিশন। ২৭ ফেব্রুয়ারি বাকি পুরসভাগুলির ভোট করাতে চায় কমিশন।