নিউ ইয়র্ক:  বাড়ছে সংক্রমণ। বাড়ছে আক্রান্ত দেশের সংখ্যা । ক্রিসমাস উৎসবের আগেই হুহু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ।  ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।


সামনেই ক্রিসমাস। তারপরই এসে পড়বে নববর্ষের উৎসব। সারা বিশ্ব আনন্দে মাততে তৈরি। তারই মাঝে বাধ সেধেছে ওমিক্রন। ধরাচ্ছে ভয়। এই পরিস্থিতিতে মার্কিন মুলুককে সতর্ক করল হোয়াইট হাউস।  বুধবার হোয়াইট হাউসের একটি বিবৃতি জারি করে।   সংক্রামক রোগ বিষয়ের শীর্ষ  বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি ( top infectious disease expert Anthony Fauci) বলেন, লোকেরা বড়দিনের ছুটি পরিবারের সাথে কাটাতে পারে। তবে কোভিড -১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে টিকা নেওয়াই যথেষ্ট নয়। বড় সমাবেশে যাওয়া একেবারেই নিরাপদ হবে না, জানিয়েছে রয়টার্স । হোয়াইট-হাউসের তরফে বলা হয়েছে,  " বড়দিনের কোনও কোনও জমায়েতে হয়ত ৩০, ৪০, ৫০ জন করে লোক থাকছেন। সেখানে একজন হয়ত অন্যের  টিকা নেওয়া আছে কিনা , তাও জানে না। ওমিক্রনের আবহে এই সব বড় জমায়েত এড়িয়ে চলাই ভাল।" । সকলকে সতর্ক করেন ফৌসি।  দক্ষিণ আফ্রিকা এবং স্কটল্যান্ডের গবেষণার উদ্ধৃত করে ফৌসি বলেন, প্রাথমিক ঘটনাগুলি ইঙ্গিত দিচ্ছে, ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে কম গুরুতর হতে পারে। তবে লোকেদের তাও সতর্ক থাকা উচিত।

আরও পড়ুন: 


করোনার টিকা না নিলে এবার মাইনেও পাবেন না সরকারি কর্মচারিরা, কারা এই নির্দেশ দিল


 


মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৩% কোভিড কেসই ওমিক্রনের


 ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কিকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ সাত দিনে গড়ে ২৫ শতাংশ বেড়েছে প্রতিদিন। দৈনিক গড় মৃত্যুও  ৩.৫% বেড়েছে আগের সপ্তাহ থেকে। 


ভারতে ওমিক্রন পরিস্থিতি:

কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকেই তিনগুণ বেশি সংক্রামক। এর জন্য ওমিক্রন মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রয়োজন। এই বলে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।  পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, পরিস্থিতি মোকাবিলায় জেলা ও স্থানীয়স্তরে কনটেনমেন্ট জোন করা যেতে পারে। প্রশাসন সূত্রে খবর, সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।