কলকাতা: 'রাজনৈতিক স্বার্থে ব্য়বহার করা হচ্ছে ED-CBI-কে', মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের সভামঞ্চ থেকে ফের এমনটাই বললেন ফিরহাদ হাকিম। তাঁর কথায় 'মানুষের স্বার্থে লড়াই করতে করতে মৃত্যুও বরণ করব'।
ক্লিনচিট প্রসঙ্গে ফিরহাদ: ফিরহাদের (Firhad Hakim) কথায়, ‘কেন্দ্রীয় এজেন্সি অমিত শাহকে (Amit Shah) গ্রেফতার করেছিল, ৭০ দিন জেলে ছিলেন। তারপর বিজেপি সরকার হওয়ার পর ক্লিনচিট পেলেন। কোনও অন্যায় হলে তৃণমূল কংগ্রেস দায়ী নয়। কোনও অনৈতিক কাজ করি না, মমতা বলেননি অনৈতিক কাজ করতে। মানুষের স্বার্থে লড়াই করব। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে হুঙ্কার ফিরহাদ হাকিমের।
আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। ২১ জুলাইয়ের পর সবথেকে বড় এই সমাবেশে উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির জন্য ২ বছর পর টিএমসিপি-র প্রকাশ্য সমাবেশ। এবার ২১ জুলাইয়ের সমাবেশের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল জেলে থাকায় দুর্নীতি-বিদ্ধ তৃণমূল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে আজ কী বার্তা দেন মমতা-অভিষেক, সেদিকেই সবার নজর ছিল।
এক নজরে মমতার বার্তা:
- ‘ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, নেতৃত্ব দেবেন আপনারা’
- ‘যাঁরা চক্রান্ত করেন তাঁদের যে কোনও রাজ্যের সঙ্গে তুলনা হয়ে যাক’
- ‘শিক্ষা নিয়ে অপপ্রচার করা হচ্ছে’
- ‘সিপিএমের আমলে শিক্ষক চাকরির নথি কোথায়?’
- ‘পয়সা নিয়েছো, চাকরি দিয়েছো, গদ্দার অধিকারীরাই আগে বলত’
- ‘আর তৃণমূলকে বলছে চোর’
- ‘একটা দলকে বদনাম করা হচ্ছে’
- ‘রাজনীতি না করলে বলতা, জিভ টেনে ছিঁড়ে ফেলতে’
- ‘বিচারব্যবস্থাকেও ভয় দেখিয়ে প্রভাবিত করা হচ্ছে’
- ‘স্কুল-কলেজ মিলিয়ে ১০ বছরে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার শিক্ষক দিয়েছি’
- ‘তার মধ্যে কতগুলো অভিযোগ জমা পড়েছে?’
- ‘কাজ করতে গেলে ভুল হলে শোধরাতে পারি, কিন্তু সুযোগ পাইনি’
- ‘৮৯ হাজার আসন খালি আছে’
- ‘কয়েকজনের জন্য চাকরি আটকে আছে’
- ‘শিক্ষমন্ত্রীকে বলব নিয়োগ যেন আটকে না থাকে’
- ‘সরকারি চাকরি ছাড়াও দেড় কোটি ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছে’
- ‘দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, রাজ্যে ৪ শতাংশ কমেছে, বিজেপির লজ্জা পাওয়া উচিত।
- ‘১০০ দিনের কাজে একনম্বর বলে টাকা দিচ্ছে না কেন্দ্র’
- ‘জনগণের টাকা কেন দিচ্ছে না কেন্দ্র?’
- ‘গ্রাম সড়কেও বাংলা প্রথম, তাই টাকা বন্ধ করে দিয়েছে’
- ‘ইডি-সিবিআইকে দিয়ে মানুষের বাড়ি থেকে টাকা লুঠ করছে’
- ‘বিজেপি বিদেশে টাকা পাচার করছে’
- ‘কোটি টাকা খরচ করে বিজেপি চিন্তন শিবির করছে’
- ‘ভোটের ফল প্রকাশের পর থেকে হিংসার অভিযোগ শুরু করেছে’
- ‘মামলা করে প্রতিটা অঞ্চল থেকে ১০০ জন করে তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হচ্ছে’
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ ছিল মেয়ো রোডে। বেলা ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। এদিন ফিরহাদ আরও বলেন, 'এক আধজন কোনও অন্যায় করলে পুরো তৃণমূল কংগ্রেস দায়ী নয়। আমরা অনৈতিক কাজ করি না। আমরা মানুষের জন্য কাজ করি। মৃত্যুও বরণ করব যদি দরকার হয় মানুষের স্বার্থে লড়াই করতে করতে। নরেন্দ্র মোদি সরকার চলে গেলে ওই এজেন্সিই ক্লিনচিট দিয়ে বলবে, আমরা ভুল করেছিলাম, আপনারা অন্যায় করেননি।'