কলকাতা: বিপুল সমর্থন পেয়ে পুরভোটে (Kolkata Municipal Polls) জয়ী হয়েছে তৃণমূল (TMC)। কিন্তু পরসভার (Kolkata Municipal Corporation)কাজকর্মে রাজনীতির আঁচ পড়তে দিতে চান না তিনি। শনিবার এমনই বার্তা দিলেন মোয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জনস্বার্থে সকলকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আহ্বান জানান তিনি।


কলকাতা পুরসভার নব নির্বাচিত কাউন্সিলরদের প্রশিক্ষণ শিবিরে শনিবার এমন মন্তব্য করেন ফিরহাদ। পারস্পরিক বিরোধ এবং মতান্তর সরিয়ে রেখে সকলকে কাজে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন তিনি। ফিরহাদ বলেন, ‘‘রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে কাউন্সিলরদের।’’


ক’দিন আগেই কলকাতা পুরসভার অন্তর্গত খাল এবং নিকাশি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন ফিরহাদ। এই নিয়ে একাধিক অভিযোগও জমা পড়েছে পুরসভা। শহরে দূষণ প্রতিরোধের মতো বিষয়ও উঠে এসেছে তাতে, যাতে প্রাণভরে শ্বাস নিতে পারেন সাধারণ মানুষ। কাউন্সিলরদের দূষণ প্রতিরোধের কাজে এগিয়ে আসতে আহ্বান জানান ফিরহাদ। তিনি বলেন, ‘‘দূষণ রোধে নিজের ওয়ার্ডে ভাল কাজ করলে কাউন্সিলরদের পুরস্কৃত করা হবে।’’


আরও পড়ুন: Kolkata News: সম্প্রীতি উড়ালপুলে বাইক দুর্ঘটনা, মৃত্যু চালকের, আহত তাঁর বন্ধু


কলকাতা পুরভোটে জয়ী হয়েছে তৃণমূল। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জয়ী পেয়েছে তৃণমূল।তিনটিতে জয় পেয়েছে বিজেপি। দু’টি করে আসন পেয়েছে কংগ্রেস ও বাম। তিনটিতে জিতেছেন নির্দল প্রার্থী। শনিবার কলকাতা পুরসভার প্রশিক্ষণ শিবিরে ১৪৪ জন কাউন্সিলরকে ডাকা হলেও, বিজেপি-র (BJP) তরফে কেউ সেখানে হাজির ছিলেন না।


উল্লেখ্য, অর্থনৈতিক সঙ্কট নিয়ে এই মুহুর্তে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ফিরহাদকে। অর্থনৈতিক সঙ্কটের জেরে কলকাতা পুরনিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আটকে রয়েছে। পুরনিগমের তরফেই বৃহস্পতিবারই এমন নোটিস দেওয়া হয়। জানানো হয় যে, পুরসভার ভাঁড়ারে টাকা নেই। তাতেই অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনে কোপ পড়ছে বলে জানা যায়। যদিও পেনশনে কোপ পড়বে না বলে শুক্রবারই আশ্বস্ত করেছেন ফিরহাদ।