কলকাতা: শহরে ফের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এ বার গতির বলি হলেন মোটরসাইকেলে (Bike Accident) চালকের আসনে থাকা এক ব্যক্তির। সম্প্রীতি উড়ালপুলে (Sampriti Flyover) দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তাঁর বন্ধু গুরুতর আহত হয়েছেন। উড়ালপুলের গর্তে চাকা পড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় বলে পুলিশ সূত্রে খবর।


শনিবার দুপুরে সম্প্রীতি উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। চালক এবং আরোহী, পরস্পরের বন্ধু। মোটরসাইকেলে চেপে বজবজ থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় একটি গর্তে মোটরসাইকেলের সামনের চাকাটি গিয়ে পড়ে। তাতে নিয়ন্ত্রণ হারান চালকের আসনে থাকা ব্যক্তি। তীব্র গতিতে মোটরসাইকেলটি গিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে। উড়ালপুলের উপর ছিটকে পড়েন তিনি।


অন্য দিকে তীব্র গতিতে মোটরসাইকেলটি গার্ডওয়ালে ধাক্কা মারায় পিছনে বসে থাকা ব্যক্তি ছিটকে উড়ালপুলের নীচে পড়ে যান। গুরুতর জখম হয়েছেন তিনি। মহেশতলা থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চালকের আসনে থাকা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 


আরও পড়ুন: Malda News: লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, জখম আরও ১


কলকাতা-সহ গোটা রাজ্যে সাম্প্রতিক কালে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। শুক্রবারই মোটরসাইকেল চেপে বেলঘরিয়া যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন কামারহাটির তৃমমূল বিধায়ক মদন মিত্র। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে চোট পান তিনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘‘খুব জোর বেঁচে ফিরলাম।’’


অন্য দিকে শুক্রবারই কর্তব্যরত অবস্থায় হাওড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের। তীব্র গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।


পথ দুর্ঘটনায় লাগাম টানায় প্রশাসনের তরফে যদিও প্রচারে খামতি নেই। রাস্তার মোড়ো মোড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর ব্যানার বসানো হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘন রুখতে পুলিশের তরফেও একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বিনা হেলমেটে ধরা পড়লে আর ১০০ টাকা ফাইন দিয়ে পার পাওয়া যাবে না। দিতে হবে ১ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে ১০ গুণ বেশি।