অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : 'আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব' - ফিরহাদ হাকিমের এই একটা মন্তব্যেই এখন উত্তাল রাজ্য রাজনীতি। মেয়রের সংখ্যলঘু-প্রসঙ্গে এই মন্তব্যকে হাতিয়ার করে যেমন আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা, তেমনই দলও এই বিষয়ে বিবৃতি দিয়ে দায় ঝেড়ে ফেলেছে। কার্যত এই ইস্যুতে হাকিমের থেকে দূরত্ব বাড়াচ্ছে তাঁর দল। এই পরিস্থিতিতে কি ফিরহাদ বেকায়দায় পড়বেন? তাঁরই দলীয় সতীর্থ ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS হুমায়ুন কবীর সরাসরি তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন। সমালোচনা করেছেন, ভরতপুরের বিধায়ক আরেক হুমায়ুন কবীর থেকে শুরু করে মদন মিত্র প্রত্যেকেই। এই পরিস্থিতিতে ফিরহাদ নিজেকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করেছেন বারবার, বারবার ইমেজ বাঁচাতে মাঠে নেমেছেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনীও।
তবে এটাই প্রথমবার নয়। আগেও এই একই ইস্যুতে একই সুরে কথা বলেছেন ফিরহাদ। কিন্তু দলও যখন তাঁর বক্তব্যে পাশে দাঁড়াল না, তখন ফিরহাদ নিজের ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, তিনি আবুল কালাম আজাদের আদর্শে বিশ্বাসী। কিন্তু BJP তাঁকে জিন্নার আদর্শে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে।
'কোন ফচকে বা কোন অল্পবয়সী কে কী পোস্ট করেছে, তা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গে রয়েছি তৃণমূলের জন্মলগ্ন থেকে। ২১ জুলাইয়ে গুলি খেতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। ধানতলা বানতলাতেও ছিলাম। এত সহজে আমার সঙ্গে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করানো যাবে না। আমার সংখ্যালঘুদের শিক্ষার বক্তব্য নিয়ে ভুল বিকৃত ব্যাখ্যা করা হচ্ছে। এত সহজে আমি বিজেপির জুতোয় পা গলাব না। আর তৃণমূলেও যাঁরা আছেন, তাঁদের বলব বিজেপির জুতোয় পা না গলাতে। '
ফিরহাদ হাকিমকে আক্রমণ করতে গিয়ে, শুভেন্দু অধিকারীর মুখে বিভিন্ন সময়ে শোনা গেছে মিনি পাকিস্তান শব্দবন্ধ। যদিও, ফিরহাদ হাকিম দাবি করেন, তিনি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে একটি মন্তব্য় করেছিলেন। কিন্তু, ওই সংবাদপত্র তাঁর মন্তব্য় বিকৃত করে। কিন্তু এবারের মন্তব্য তো সরাসরি তাঁর মুখ থেকে ভাইরাল ! সব মিলিয়ে চরম অস্বস্তির মুখে ফিরহাদ হাকিম।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে