পাটনা: পাটনার জনপ্রিয় শিক্ষক এবং ইউটিউবার খান স্যার, সম্প্রতি ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষায় নর্মালাইজেশন (Khan Sir) আরোপের বিরোধিতা করেছেন এবং পরীক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জের বিরুদ্ধে সরব হয়েছেন। এই জমায়েতে সামিল হওয়ার সময়েই গর্দনীবাগ থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য, তারপর সেদিনই মধ্যরাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় সমাজমাধ্যমে বার্তা ছড়িয়ে পড়ে যে পুলিশ খান স্যারের উপর অত্যাচার করেছে, ফলে তাঁর অনুরাগীরা পড়ুয়ারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এই প্রতিবাদে সামিল হতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা সম্পর্কে বলতে গিয়েই খান স্যার জানান যে তিনি আদৌ ২০২৫ সালে ভোটে লড়বেন কিনা। আদপে কী বলেন তিনি ?


পুলিশ কোনো অত্যাচার করেনি


বিপিএসসি পড়ুয়াদের এই জমায়েতে সামিল হতেই তাঁকে আটক করেছিল গর্দনীবাগ থানার পুলিশ। তারপর তাঁকে থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে পড়ে সেখানে উপস্থিত সমস্ত পড়ুয়ারা। তবে এবার সেই ঘটনার সম্পর্কে খান স্যার (Khan Sir) এএনআই সংবাদমাধ্যমকে জানান, "আমার সঙ্গে পুলিশ কোনোভাবেই বাজে ব্যবহার করেনি। আমি বিগত দেড় মাস ধরেই অসুস্থ ছিলাম। বিপিএসসি পরীক্ষার পরেই নিজের চিকিৎসা করাব ভেবে রেখেছিলাম। কিন্তু সেদিন সকালে আমি যখন শুনি যে প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জ করা হয়েছে, তখন আমার মনে হয় যে সেখানে আমার থাকা উচিত, তাদের প্রেরণা দেওয়া উচিত। কিন্তু সেখানে গিয়ে আমার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে যায়।"



নর্মালাইজেশন একেবারেই অপ্রয়োজনীয়


মূলত নর্মালাইজেশন প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন খান স্যার। পরীক্ষার কিছুদিন আগে পড়ুয়াদের জানানো হয়েছিল যে ৩৮টি জেলার পরীক্ষার্থীদের আলাদা প্রশ্নপত্র দেওয়া হবে। আর তাতেই পরীক্ষার্থীরা মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। খান স্যার (Khan Sir) স্পষ্টই জানান যে গণিতের মত বিষয়ে নর্মালাইজেশন কার্যকর করা গেলেও জেনারেল স্টাডিজের ক্ষেত্রে তা করা যায় না। আর আলাদা আলাদা প্রশ্নপত্র দিলে আলাদা আলাদা নম্বরও মিলবে, ফলে তা ছাত্র-ছাত্রীদের উপর সঠিক মূল্যায়ন হবে না।



ভোটে লড়বেন খান স্যার ?


এই প্রসঙ্গেই তাঁকে সংবাদমাধ্যমের তরফে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি এরপরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, খান স্যার স্পষ্টই বলেন, "আমি কোনো নির্বাচনে অংশ নিতে চাই না। আমি একজন শিক্ষক হিসেবে নিজের কাজে নজর দিয়েছি, মনোনিবেশ করেছি। এমনকী এই কাজের সমস্ত প্রতিবন্ধকতারও মোকাবিলা করেছি আমি। আমি প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, রাজনীতি থেকে দূরেই থাকতে চাই আমি"।


আরও পড়ুন: Fact Check: হাসপাতালেই মারা গিয়েছেন Khan স্যার ? আদৌ সত্যি ?


Education Loan Information:

Calculate Education Loan EMI