কলকাতা: সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এবার তীব্র আক্রমণ শানিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (BJP Leader Rudranil Ghosh)।
রুদ্রনীল ঘোষ বলেন, ইসলামের স্লোগান দিয়ে, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষদের ইসালামিকরণের প্রোবক্তা, খিদিরপুরকে মিনি পাকিস্তান বলা এই ববি হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে উগ্র মুসলিম মৌলবাদ লুকিয়ে রয়েছে। এরপরেই তিনি শাসকদলের শীর্ষ নের্তৃত্বের কয়েকজনের বক্তব্য ফোকাসে আনেন। রুদ্রনীল বলেন, আমরা যদি ধারাবাহিকতা বজায় রেখে তাঁকাই, হুমায়ুন কবিরের -হিন্দুদের কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেবো, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর -হাম দো , হামারে চার, জনসংখ্যা বাড়ানো এবং তারপর ববি হাকিমের -সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ হবে।'
এরপর তিনি আরও বলেন,' পড়াশোনা শিখিয়ে নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার করে নয়, তাঁরা চান খেতে পাক আর না পাক, সন্তান উৎপাদন পদ্ধতি দিয়ে তাঁরা বিধানসভা এবং পার্লামেন্ট দখল করার যে অনৈতিক অঙ্ক, যেভাবে হত্যা করে, ধর্মান্তরিত করে যে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী হয়ে ক্রাইম এবং ক্রিমিন্যালকে লোকাবার চেষ্টা করছেন। তিনি চুপ করে থাকছেন। এই ধরণের অর্বাচীনকে ঘাড় ধরে, তাঁদের জেলখানায় পাঠানোর বন্দবস্ত করা উচিত। এযেন বাংলাদেশের জামাতের নির্দেশে চলা, ডক্টর মহম্মদ ইউনূসের অঙ্কেরই ছায়া এখানে দেখা যাচ্ছে।'
আরও পড়ুন, অত্যন্ত খারাপ মন্তব্য করেছেন ফিরহাদ, দুঃখপ্রকাশ করা উচিত : অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মূলত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছিলেন, 'আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।..আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে তো ৩৩ শতাংশ, কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ, আমাদের সংখ্যালঘু বলা হয়। আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।কিছু হলেই মোমবাতি মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস... উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না, তুমি নিজেই বিচার করবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।