কলকাতা: মন্ত্রিসভায় রদবদলর ঘোষণা (WB Cabinet Reshuffle) হওয়া ইস্তক তাঁকে নিয়ে জল্পনা চলছিল। বুধবার তা সত্য বলেই প্রমাণিত হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় দায়িত্ব কমল ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। এতদিন পুর ও নগরোন্নয়ন, পরিবহণ এবং আবাসনের মতো তিনটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব ছিল তাঁর হাতে। রদবদলের জেরে পরিবহণ এবং আবাসন দফতর হাতছাড়া হল তাঁর। 


মমতার মন্ত্রিসভায় দায়িত্ব কমল ফিরহাদ হাকিমের


বুধবার বিকেলে রাজভবনে শপথগ্রহণ করেন নতুন মন্ত্রীরা। তার পর সন্ধেয় তাঁদের মধ্যে দফতর বণ্টণের ঘোষণা করা হয়। তাতে ফিরহাদের হাতছাড়া হয় পরিবহণ এবং আবাসন দফতর, পরিবহণ দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয় স্নেহাশিস চক্রবর্তীর হাতে। আর আবাসন দফতরের অতিরিক্ত দায়িত্ব হাতে পান অরূপ বিশ্বাস।


এ দিন রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণে মমতার সঙ্গে হাজির ছিলেন ফিরহাদও। সেখানে নতুন মন্ত্রীদের শুভেচ্ছাও জানাতে দেখা যায় তাঁকে। তার পরই জানা যায়, তাঁর হাতে থাকা দু’টি দফতরের দায়িত্ব অন্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে আপাতত রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী রইলেন ফিরহাদ। পাশাপাশি শহর কলকাতার মেয়রও তিনি।



আরও পড়ুন: WB Cabinet Reshuffle: পার্থর জায়গায় শোভনদেব, গুরুত্ব বাড়ল শশীর, পরিবহণ দফতর হাতছাড়া ফিরহাদের


ফিরহাদের দায়িত্ব কমানো হতে পারে বলে বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। তবে এ নিয়ে তৃণমূলের কেউ এতদিন কোনও মন্তব্য করেননি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে, নতুন মন্ত্রীদের শপথগ্রহণের আগে ফিরহাদ নিজেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাঁর আমলে পরিবহণ দফতরের কাজের খতিয়ান দিতে গিয়ে একটি অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ইয়ে কাম হোতে রহেগা, হম রহে ইয়া না রহে, ইয়ে কাম হোতে রহেগা।’’


রদবদলের আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের


মমতার মন্ত্রিসভায় এই রদবদলে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব নিয়ে জল্পনা শুরু হয়েছে। এ দিন শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিষেকও। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের খবর, নীতিগত কারণ দেখিয়েই সরকারি অনুষ্ঠানে তিনি থাকেননি। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এ দিনের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন। আমন্ত্রণ পেয়েও আসেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।