সঞ্চয়ন মিত্র, কলকাতা: ৫ রাজ্যের বিধানসভা ভোটে, চার রাজ্যেই বিজেপির (BJP) জয়জয়কার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পদ্মশিবির। বড় চমক দিয়ে, কংগ্রেসের থেকে পাঞ্জাব ছিনিয়ে নিল আম আদমি পার্টি। পাঁচ রাজ্যেই ধরাশায়ী হল রাহুল-প্রিয়ঙ্কার কংগ্রেস। গোয়ায় দাগ কাটতে ব্যর্থ তৃণমূল। তবে উত্তরপ্রদেশের ভোটের ফলের প্রভাব বাংলায় পড়বে কিনা, তা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর। শুভেন্দু অধিকারী বলছেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে পঁচিশটিরও বেশি আসন পাবে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফলের কোনও প্রভাব পড়বে না।


তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দাবি, "জবরদস্তি করে চার রাজ্যে ক্ষমতা দখল করেছেন মোদি। একইভাবে ২০২৪-এও ক্ষমতা দখলের পরিকল্পনা করেছেন তিনি।" ২০২৪-এর লোকসভা ভোটে ভালো ফল নিয়ে মোদির মন্তব্য প্রসঙ্গে এমনটাই কটাক্ষ ফিরহাদ হাকিমের। পাশাপাশি জবরদস্তি করে চার রাজ্যে ক্ষমতা দখল করেছেন মোদি। একইভাবে ২০২৪-এও ক্ষমতা দখলের পরিকল্পনা করেছেন তিনি। ২০২৪-এর লোকসভা ভোটে ভালো ফল নিয়ে মোদির মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ করে কলকাতার মেয়র এও বলেন, "মানুষকে শোষণ করবেন। শাসনও করবেন। তারই ইঙ্গিত দিয়ে রাখলেন মোদি। ভোজ্য তেল থেকে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদির মন্তব্যকে কটাক্ষ ফিরহাদ হাকিমের।"              


প্রসঙ্গত, চার রাজ্যে জয়ের পর বিজেপির সদর দফতর থেকে কর্মীদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। এরই মধ্যে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। যার রেশ পড়েছে ভারতেও। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, "ভারত বাইরে থেকে যে কাঁচা তেল আমদানি করে, পাম অয়েল আমদানি করে, সানফ্লাওয়ার তেল আমদানি করে, তার দামও আন্তর্জাতিক বাজারে প্রচণ্ড গতিতে বাড়ছে + যুদ্ধের কারণে গোটা বিশ্বে মূল্যবৃদ্ধির সমস্যা বাড়ছে। উন্নয়নশীল দেশকে বিশেষভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।" 


এদিকে, রাজ্যে সিবিআই-ইডি প্রসঙ্গে প্রশ্ন তুলে মোদিকে নিশানা ফিরহাদ হাকিমের। তিনি বলেন, "এজেন্সিকে হাতিয়ার করে ভয় দেখিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন মোদি। সিবিআই নিরপেক্ষ হলে একই মামলায় আমার জেল অথচ শুভেন্দু ছাড় পায় কী করে?"