অভিজিৎ চৌধুরী, মালদা: পাঞ্জাবে (Panjab) ভাল ফলের পর, মালদা (Malda) শহরজুড়ে আম আদমি পার্টির (AAP) পোস্টার। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) ছবি ও স্থানীয় নেতৃত্বের মোবাইল নম্বর দিয়ে আপের সদস্য হওয়ার আবেদন জানানো হয়েছে। গতকালই পাঞ্জাব (Panjab) বিধানসভা ভোটের (Assembly Election 2022) ফল ঘোষণা হয়েছে। ভাল ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এদিন ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় কেজরিওয়ালের ছবি-সহ এ ধরনের একাধিক পোস্টার দেখা যায়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গতকাল ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে, চার রাজ্যেই বিজেপির জয়জয়কার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পদ্মশিবির। বড় চমক দিয়ে, কংগ্রেসের থেকে পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। পাশাপাশি পাঁচ রাজ্যেই ধরাশায়ী হল রাহুল-প্রিয়ঙ্কার কংগ্রেস। গোয়ায় দাগ কাটতে ব্যর্থ তৃণমূল।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে, চার রাজ্যেই জিতেছে বিজেপি। তবে বড় চমক দিয়ে, পাঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দুই রাজ্যে সরকার গঠনের পর, জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধিতার প্রধান মুখ কি হয়ে উঠবেন অরবিন্দ কেজরিওয়াল?
৪ রাজ্যে জিতলেন নরেন্দ্র মোদি। ১টি রাজ্যে জিতলেন অরবিন্দ কেজরিওয়াল। ৫ রাজ্যে হারলেন রাহুল-প্রিয়ঙ্কা। গোয়া থেকে খালি হাতে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেল, দু’বছর বাদে লোকসভা ভোটের লড়াইয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধান মুখ কে? প্রথমে দিল্লিতে বিজেপিকে হারিয়ে, তারপর এবার পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে অরবিন্দ কেজরিওয়াল কিংবা তাঁর দল। দু’জনেই স্পষ্ট করে দিল। এবার তাঁদের লক্ষ্য জাতীয় রাজনীতিতে মোদির বিরুদ্ধে প্রধান মুখ হয়ে ওঠা।
বিজেপি এবং কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে। কংগ্রেস এবং বিজেপি দু’দলের সঙ্গে লড়াই করেছে আম আদমি পার্টি। পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলেও উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভোটে লড়ে একটিও আসন জিততে পারেনি কেজরিওয়ালের দল। গোয়াতেও মাত্র ২টি আসনে জিতেছে তারা। অর্থাৎ বাকি তিন রাজ্যে কেজরিওয়ালের দল দাগ কাটতে পারেনি। এ বছরের শেষে গুজরাত ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। সেখানে বিজেপির সঙ্গে মূল লড়াই কংগ্রেসের।