Sovan Chatterjee: এবার কি সত্যিই প্রত্যাবর্তন শোভনের? আর মেয়র থাকবেন না ফিরহাদ? বড় বার্তা দুই তরফেই

Kolkata Mayor : প্রাক্তন মেয়র অর্থাৎ শোভন চট্টোপাধ্য়ায় ফিরলে কি বর্তমান মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিমের পদ যেতে পারে? এই জল্পনাও মাথাচাড়া দিয়েছে।

Continues below advertisement

 

Continues below advertisement

অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : শোভন ( Sovan Chatterjee ) কি ফিরবেন তৃণমূলে ? ফিরলে কি তিনিই হবেন মেয়র?এসব প্রশ্ন এখন রাজনীতির অলিগলিতে। এরই মধ্যে জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । বিরোধী দলনেতা বেশ প্রত্যয়ের সঙ্গেই দাবি করে ফেলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করবে, ফিরহাদ হাকিমকে ( Firhad Hakim ) জানিয়ে দিয়েছে। কিন্তু কী বলছেন, ববি। কীই বা বলছেন শোভন চট্টোপাধ্য়ায়। 

শোভন চট্টোপাধ্যায়কে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লু-আইড বয় বলতেন অনেকেই। তিনি প্রায় আট বছর কলকাতার মেয়র ছিলেন। তিনি আচমকা পদ ছেড়ে দেওয়ার পর, ফিরহাদ হাকিম প্রায় সাড়ে পাঁচ বছর ধরে সেই দায়িত্ব সামলাচ্ছেন। এখন সেই প্রাক্তন মেয়র অর্থাৎ শোভন চট্টোপাধ্য়ায় ফিরলে কি বর্তমান মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিমের পদ যেতে পারে? এই জল্পনাও মাথাচাড়া দিয়েছে। এর মধ্য়ে স্বয়ং ফিরহাদ হাকিমই শোভনকে ফেরার বার্তা দিলেন। তবে শুধু তৃণমূলে ফেরার নয়। সেই সঙ্গে আবার জুড়ে দিলেন পরিবারে ফেরার প্রসঙ্গও। বললেন , শোভন চট্টোপাধ্যায় তাঁর বন্ধু।  যদি সত্য়ি সত্য়ি আসেন, তাহলে ভাল। তবে তিনি তৃণমূলে ফেরার সঙ্গে সঙ্গে পরিবারের কাছেও ফিরুন। বার্তা ফিরহাদের।

সম্প্রতি শোভন চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কুণাল ঘোষের সাক্ষাতের পর থেকেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা জোরদার হয়।  তারপরই তা নিয়ে বোমা ফাটান শুভেন্দু অধিকারী। বলেন,শোভনকেই মেয়র করা হবে। তাই ফিরহাদ হাকিমকে পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে। 

মমতা বন্দ্য়োপাধ্য়ায় শোভনের জন্মদিনে শুভেচ্ছাবার্তা ও উপহার পাঠানোর পর  কাননের তৃণমূলে প্রত্য়াবর্তন কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। কিন্তু সত্যিই কি মেয়র পদ দেওয়া হবে বলে কোনও বার্তা পেয়েছেন 'দিদির কানন'? সে কথা এখনও স্পষ্ট নয়। কুণাল ঘোষের কথাতেও তেমন কোনও ইঙ্গিত মেলেনি। কুণাল বরং ফিরহাদের কাজেরই প্রশংসা করেছেন। তবে এবার খোদ ফিরহাদ হাকিমই এনিয়ে মুখ খুললেন। বললেন,' আমি তো বললাম এটা কোনও ফ্য়াক্টর না। এটা মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঠিক করেন। কোনও ফ্য়াক্টর না। সাধারণ জীবনে শোভন ফিরে আসুক।' তবে কি একদা সতীর্থ ফিরহাদের কথা শুনে  তৃণমূলে নতুন রাজনৈতিক ইনিংস শুরু  করবেন শোভন চট্টোপাধ্য়ায়? বলবে সময়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola