অর্ণব মুখোপাধ্য়ায় , কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ২০১৮ সালে তৃণমূল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্য়ায়। প্রায় একই সময়ে তিনি ঘর ছেড়েছিলেন। বেহালার পৈতৃক ভিটে, স্ত্রী রত্না চট্টোপাধ্য়ায়, ছেলে-মেয়েকে ছেড়ে, এসে উঠেছিলেন গোলপার্কের বিশাল ফ্ল্য়াটে। ২০১৮ সালে, মেয়ের ভিসা সংক্রান্ত নথিতে, শোভন চট্টোপাধ্য়ায়ের সইয়ের জন্য়, রাতভর সেই ফ্ল্য়াটের বাইরে ধর্নায় বসতে দেখা গিয়েছিল রত্না চট্টোপাধ্য়ায়কে। এখন শোভন চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে প্রত্য়াবর্তনের জল্পনা যখন জোরাল, তখন আবার রাজনৈতিক কথাবার্তার পাশাপাশি উঠে এসেছে শোভনের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও।


বর্তমান মেয়র ফিরহাদ বলেছেন, শোভন তৃণমূলে ফিরুন , সেই সঙ্গে নিজের পরিবারের কাছেও ফিরুন। শোভনের রাজনৈতিক ঘরওয়াপসির জল্পনার মধ্যেই শোভন মনে করিয়ে দিয়েছেন, সত্যিকারের ঘরওয়াপসির কথাও।  ফিরহাদ বলেছেন, 'আমরা চাই যে শোভন নিজের পরিবারের কাছে ফিরে যাক। নিজের বাচ্চারা বাবার জন্য় আকুল হয়ে থাকে, বাচ্চাগুলোর কাছে ফিরুক এবং তৃণমূলে ফিরুক।' 


পুরনো কথা স্মরণ করিয়ে দিয়ে শোভন আরও বলেন, ' আমি শোভনের বাচ্চাদের কোলে পিঠে করে দেখেছি। ওদের বাড়ি গেলে কোলে এসে বসত। আমার মেয়েরা, ওর বাচ্চারা, প্রায় এক, মানে একটু ছোট ওরা, কিন্তু প্রায় একই সময়ে বড় হয়েছে। ওদের দেখলে আমার কষ্ট হয় না বাবা হিসেবে! বাবার আদর থেকে বঞ্চিত। আসুক, ফিরে আসুক। শুধু তৃণমূলে আসুক, আর নিজের পরিবারের কাছে আসুক। নিজের বাচ্চাগুলোর কাছে আসুক।' 


বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে জুটি বেঁধে বিজেপিতে গেছিলেন,সেভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলে ফিরবেন? এসব নিয়ে জল্পনা যখন জোরাল হচ্ছে, তখনই তখন একদা সতীর্থকে নিয়ে মুখ খুলে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন ফিরহাদ হাকিম।


আর এই আবহে শোভন চট্টোপাধ্যায়ও রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ২০০৬ সাল থেকে তাঁর অজ্ঞাতে ব্যাঙ্কক - পটায়ার মতো বিভিন্ন জায়গায় ঘোরার অভিযোগ তুললেন। ইঙ্গিত সম্ভবত বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার দিকেই। পাল্টা রত্না চট্টোপাধ্য়ায়ের বক্তব্য, সূঁচ আবার চালুনির বিচার করে ! যদি প্রমাণ থাকে আদালতে বলতে পারেন, দাবি রত্নার। ৭ বছর ধরে মামলা চলছে, উনি তো কোর্টে কিছুই প্রমাণ করতে পারেননি। 


তবে এই সবকিছুর মাঝেই ফিরহাদের বক্তব্য়কে  কৌশলী পদক্ষেপ বলে মনে করছেন শোভন। বলছেন, ৭ বছরে তো জিজ্ঞেস করেননি। আজ হঠাৎ ফেরার জল্পনা চলছে বলে বলে বেড়াচ্ছে। রাজনীতির কথা উঠলেই ব্য়ক্তিগত জীবনের কথা বলেন। 


একুশে জুলাই শোভন চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে প্রত্য়াবর্তন কি নিশ্চিত? উত্তর মিলবে আর ১০ দিনের মধ্যেই।  


আরও পড়ুন :


এবার কি সত্যিই প্রত্যাবর্তন শোভনের? আর মেয়র থাকবেন না ফিরহাদ? বড় বার্তা দুই তরফেই