অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পারিষদদের ট্যাব দেওয়া বিতর্কে এবার মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর্থিক টানাটানির মধ্যেও ট্যাব কেনার প্রশ্নে সওয়াল করলেন আধুনিকীকরণের পক্ষে। টেনে আনলেন বাম আমলের প্রসঙ্গ।
কী বলেছেন মেয়র?
ফিরহাদের কথায়, "আমি আধুনিকীকরণের বিরোধিতা করতে পারিনা। যে ভুলটা জ্যোতিবাবু করে গিয়েছেন কম্পিউটার ঢুকতে দেবো না বলে, সেই ভুলটা করলে আমাদের ক্ষতি।" সম্প্রতি কলকাতা পুরসভা ব্যয় সঙ্কোচের জন্য বেশ কিছু ক্ষেত্রে খরচে রাশ টেনেছে। তখন সেই পুরসভাই আবার প্রত্যেক মেয়র পারিষদকে ৪৯ হাজার টাকা মূল্যের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাই টানাটানির মধ্যে বাড়তি খরচ কেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যা নিয়ে শনিবার ব্যাখ্যা দেন মেয়র। এদিন ফিরহাদ বলেন, "আধুনিকীকরণের জন্য সারা বছর যে কাগজ লাগে তার তুলনায় একবার একটা কম্পিউটার কিনলে এটাতে অনেক বেশি সাশ্রয় হবে। এককালীন খরচ কিন্তু অনেকটা সাশ্রয় হবে। বিদ্যুৎ চালিত যানবাহনে পেট্রোলের খরচা কমেছে টাকার অভাব মানে খাওয়া পড়া বন্ধ করে দেবো তা তো নয়।"
আরও পড়ুন, ‘রাজ্য সরকার ভ্যাট কমালেই জ্বালানির দাম কমবে’, মমতা প্রশাসনকে নিশানা শমীকের
জ্যোতি-বিতর্ক
ফিরহাদের মুখে জ্যোতি বসুর ‘ভুল’ নিয়ে পাল্টা জবাব সিপিএমের। সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি। তিনি বলেন, "জ্যোতি বসুর সরকার উনি জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় আইটি হাবে রূপান্তরিত হচ্ছিল রাজারহাট। এসব কি উনি জানেন না। উনিত ওই দপ্তরের মন্ত্রী ছিলেন। এখন তো সব পালিয়ে গিয়েছে একটাও আইটি কোম্পানি আছে। যেটা ভারতবর্ষে সবচেয়ে বড় আইটি হাব হিসেবে আত্মপ্রকাশ করেছিল গোটা ভারতবর্ষে বামফ্রন্টের সময়। উন্নয়ন ছেড়ে দিন সেখানেই এই অকাতরে বেলানো। এটা চলতে পারে কখনও।"
পুরসভা সূত্রে খবর, ১৪ জন মেয়র পারিষদকে ৪৯ হাজার টাকা মূল্যের ট্যাব দিলে খরচ হবে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা। ১৭৭ কোটি টাকা ঘাটতি মাথায় নিয়ে গত মাসেই পুর বাজেট পেশ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম।